শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে গণধর্ষণ মামলার প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২০, ১:১১ পিএম

চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দকযুদ্ধে গণধর্ষণ মামলার এক আসামির মৃত্যু হয়েছে।

সোমবার ভোররাতে উপজেলায় জলদি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আবদুল মজিদ (২৯)। মজিদ বৈলছড়ি এলাকার লেদু মিয়ার ছেলে।

র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েল ইনকিলাবকে বলেন, গত ২৭ এপ্রিল বৈলছড়ি এলাকায় গণধর্ষষণের ঘটনা ঘটে। ওই মামলার প্রধান আসামিকে ধরতে গেলে এই বন্দুকযুদ্ধ হয়।
জানা যায় অভিযান টের পেয়ে প্রধান আসামির সহযোগিরা গুলি করে। র্যাবের সদস্যরা পাল্টা জবাব দেয়। পরে গুলিবিদ্ধ অবস্থা আসামিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে ছয় রাউন্ড কার্তুজ সহ একটি এলজি উদ্ধার করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Engr Abul Hossain ১৫ জুন, ২০২০, ২:১৪ পিএম says : 0
Reallu and absolutely such appropriat action of RAPID ACTION IS HIGHLY APPRECIABLE. They have done absolutely good deed. I pay heartily thanks to RAPID ACTION and salute them.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন