শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জাতীয় দলের ক্যাম্পের সবার করোনা পরীক্ষা করা হবে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২০, ৬:৫৩ পিএম | আপডেট : ৭:১৬ পিএম, ১৭ জুন, ২০২০

কোচ জেমি ডে’র সঙ্গে জাতীয় দলের ফুটবলাররা- ফাইল ফটো


বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ব্রিটিশ কোচ জেমি ডে ফের দুই বছরের জন্য জামাল ভূঁইয়াদের দায়িত্ব কাঁধে তুলে নিলেন। আগের দিন কোচ ইংল্যান্ডে বসেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে ভার্চুয়ালি চুক্তিতে স্বাক্ষর করেন। নতুন চুক্তি অনুযায়ী জেমি ডে আগামী ২০২২ সালের মধ্য আগস্ট পর্যন্ত লাল-সবুজদের প্রধান কোচের দায়িত্বে থাকবেন। ইংলিশ কোচের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষরের পরদিনই বুধবার সভায় বসেছিল বাফুফের জাতীয় দল কমিটি। কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের যে চারটি ম্যাচ বাকি আছে সেগুলোকে সামনে রেখেই জাতীয় দল কমিটির এই সভা। জাতীয় দলের প্রস্তুতি কবে এবং কিভাবে শুরু হবে? এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে সভায়।

সভা শেষে জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমরা আগস্টের প্রথম সপ্তাহ থেকেই ক্যাম্পের প্রক্রিয়া শুরু করতে চাই। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন, তাই ক্যাম্প শুরুর আগে ধাপে ধাপে খেলোয়াড়দের ডেকে তাদের সবার করোনাভাইরাস পরীক্ষা করানো হবে। এজন্য আমরা প্রাথমিক দলের জন্য ৪৪ জন খেলোয়াড় ডাকব। তারপর সবার করোনা টেস্ট করে খুব অল্প সময়ের মধ্যে ৩০/৩৫ জনের দল তা নামিয়ে আনবো।’

ক্যাম্প শুরুর আগে শুধু খেলোয়াড়দের করোনা টেস্ট করানো হবে তা কিন্তু নয়, কোচ ঢাকায় আসার পর তাকেও এক সপ্তাহ আইসোলেশনে থাকতে হবে। এমনটাই জানান কাজী নাবিল। জেমির সঙ্গে দুই বছরের চুক্তি শুরু হবে ১৪ আগস্ট থেকে। এর আগেই তিনি ঢাকায় আসবেন। এ প্রসঙ্গে জাতীয় দল কমিটির চেয়ারম্যান বলেন, ‘কোচ আসার পর তাকেও এক সপ্তাহ আইসোলেশনে থাকতে হবে। ২০ বা ২২ আগস্ট আমাদের ক্যাম্প শুরু হবে যাবে। ঢাকা বা এর আশাপাশে আমরা আবাসিক ক্যাম্পের স্থান ঠিক করব।’

জেমি ডে চেয়েছিলেন দেশের বাইরে কোথাও ক্যাম্প করতে। এ বিষয়ে কাজী নাবিলের কথা, ‘ক্যাম্প দেশের বাইরে হওয়াটা নির্ভর করছে ওই সময়ের সার্বিক পরিস্থিতি এবং পরিবেশের উপর। আমরা কোন দেশে ক্যাম্প করতে চাইলে সেই দেশ আমাদের নেবে কি না? এবং আন্তর্জাতিক ফ্লাইটের কথাও মাথায় রাখতে হবে। এসব কিছু বিবেচনা করেই দেশের বাইরে ক্যাম্প করার সিদ্ধান্ত নিতে হবে। প্রস্তুতি ম্যাচের বেলায়ও পরিস্থিতিকে প্রধান্য দেয়া হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন