বগুড়ার আদমদীঘিতে তছির উদ্দীন ট্রাস্টের পক্ষ থেকে মেধাবী জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে নগদ টাকাসহ শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
গতকাল শনিবার সকালে উপজেলার নিমাইদীঘি গ্রামে সদ্য এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ২২ শিক্ষার্থীর হাতে নগদ ৫ হাজার টাকা ও শিক্ষাসামগ্রী দেয়া হয়। এনজিও বেডোর শিক্ষা হল রুমে শিক্ষক খোন্দকার আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে এসব তুলে দেন প্রধান অতিথি অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা তছির উদ্দীন।
এছাড়াও স্থানীয় দীঘির পাড় মসজিদে ৮০ বস্তা সিমেন্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে স্থানীয় শিক্ষক সাইফুর ইসলাম, মাহবুব ইসলাম, হাসান আলী, সাংবদিক রফিকুল ইসলাম মন্টু, নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন