শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আদমদীঘির মুরইল-রাইকালি সড়কের বেহাল দশা

| প্রকাশের সময় : ১ জুন, ২০১৭, ১২:০০ এএম

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়ার আদমদীঘির মুরইল-রাইকালি জনবহুল সড়কের পাকা কাপেটিং উঠে অসংখ্য গর্তের সৃষ্ঠি হয়ে বেহাল দশায় পরিনত হয়েছে। ফলে মারাত্বক ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারীরা। প্রায় সময় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অনেকে হারাচ্ছে প্রাণ আবার অনেকেই পঙ্গুও হচ্ছেন। গুরুত্বপূর্ণ এই সড়কটি মেরামত কিংবা সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি। জানাযায়, বগুড়ার আদমদীঘির মুরইল বাজার হতে রাইকালি পর্যন্ত সড়কটি প্রায় ২৫ বছর আগে পাকা করা হয়। এই সড়ক দিয়ে প্রতিদিন অত্র উপজেলাসহ আক্কেলপুর দুপচাঁচিয়া উপজেলার প্রায় ৩০ গ্রামের শত শত মানুষ ও বিভিন্ন যানবাহন চলাচল করে। উপজেলা প্রকৌশল বিভাগ প্রথমে সড়কটির  রক্ষনাবেক্ষনা করে আসলেও বর্তমানে সড়কটি সড়ক ও জনপদ বিভাগ নিজেদের আওতায় রয়েছে। সড়ক ও জনপদ বিভাগের দায়িত্ব অবহেলার কারণে এ সড়কটি যথাযথ মেরামত ও সংস্কার কাজ করা হচ্ছে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন