আদমদীঘিতে শত্রুতার জেরে পুকুর থেকে মাছ চুরি করেই প্রতিপক্ষ ক্ষান্ত হয়নি। চুরির পাশাপাশি পুকুরে বিষ ঢেলে দেশীয় প্রজাতির মাছ মেরে ফেলেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাল্লাগাড়ি গ্রামে।
গ্রামেরই ফরিদ উদ্দীন একই এলাকার সোবাহান আলীর ১৫ শতকের একটি পুকুর লিজ নিয়ে রই, কাতল, তেলাপিয়া, ট্যাংরা কৈসহ দেশীয় প্রজাতির মাছ চাষ করেন। গত শুক্রবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে তার পুকুরে জাল ফেলে ২০ থেকে ২৫ হাজার টাকার মাছ চুরি করে নিয়ে যায়।
পুকুর থেকে মাছ চুরির পরই জড়িতরা পানিতে বিষ ঢেলে দেয়। এতে অবশিষ্ট মাছ মরে সকালে পুকুরে ভেসে ওঠে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু বলেন, বিরোধ থাকলেই কি বিষ ঢেলে মাছ মারতে হবে? এখানে মাছের কি অপরাধ?
মন্তব্য করুন