মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

দ্রুত নতুন মৌসুম শুরুর পক্ষে ক্লাবগুলো

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২০, ৮:০৯ পিএম

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে মাঝপথে ২০১৯-২০ ঘরোয়া ফুটবল মৌসুম পরিত্যক্ত হওয়ায় নতুন মৌসুম কিছুটা আগে-ভাগেই শুরু করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাদের ইচ্ছে সেপ্টেম্বরের মধ্যেই দলবদল কার্যক্রম শুরু করা। এ ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করার ইচ্ছে ছিল বাফুফের পেশাদার লিগ কমিটির। যেহেতু আগের মৌসুম শেষ হয়নি। তাই ক্লাব ও ফুটবলারদের মাঝে কিছু দেনা-পাওনার হিসাব রয়ে গেছে। এই সমস্যা না মিটলে নতুন মৌসুমের দলবদল কার্যক্রম শুরু করা সম্ভব নয়। আর এ কারণেই দলবদলের দিনক্ষণ নির্ধারণের আগে ক্লাব ও ফুটবলার দু’পক্ষের সঙ্গে আলোচনা করছে লিগ কমিটি। বৃহস্পতিবার বিপিএলের ক্লাবগুলোর সঙ্গে সভায় বসেছিল পেশাদার লিগ কমিটি। বাফুফে ভবনে অনুষ্ঠিত এ সভায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন ছাড়া লিগের বাকি ১১ ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানে ক্লাবগুলোর প্রতিনিধিরা দ্রুত নতুন মৌসুম শুরু করার বিষয়ে ইতিবাচক বক্তব্য দিয়েছেন। সভা শেষে এ তথ্য জানিয়েছেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী। তিনি বলেন,‘আমি ক্লাবগুলোর প্রতিনিধিদের অবশ্যই ধন্যবাদ জানাবো। তারা সভায় উপস্থিত হয়ে ইতিবাচক মতামত দিয়েছেন। তারা খেলা শুরুর পক্ষেই মতামত দিয়েছেন। পারিশ্রমিক নিয়ে ক্লাব ও খেলোয়াড় দুই পক্ষের মধ্যে যে ইস্যু ঝুলে আছে তার যৌক্তিক সমাধান দিতে হবে। আমি মনে করি, দুই পক্ষই ফুটবলের স্বার্থে ছাড় দেবে।’

আগামী সোম বা মঙ্গলবার ফুটবলাদের সঙ্গে আলোচনা করবে বাফুফের পেশাদার লিগ কমিটি। তারা ২৬ আগস্ট জরুরি সভা করে নতুন মৌসুম শুরুর বিষয়ে সিদ্ধান্ত নিবে বলে জানিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন