চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজবোঝাই ৪০০ ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। গতকাল বুধবার রাত পর্যন্ত ওই ট্রাকগুলো মহদীপুর স্থলবন্দরে আটকা পড়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, অনেক আগে থেকেই পেঁয়াজের এই বিশাল চালানের এলসিসহ আমদানির সব কাজ সম্পন্ন করা হয়েছিল। গেল সোমবার থেকে বাংলাদেশি ব্যবসায়ীদের দেয়া অর্ডারের পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। ভারত সরকারের অনুমতি পাওয়া মাত্রই এসব ট্রাক বাংলাদেশে প্রবেশ করবে।
আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক তোফিকুর রহমান বাবু এ তথ্য নিশ্চিত করেছেন। রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক জানান, নাসিক থেকে আরও এক হাজার ট্রাক পেঁয়াজ আজ বৃহস্পতিবার দুপুরের মধ্যে মহদীপুর বন্দরে এসে পৌঁছবে। তবে মহদীপুর বন্দরে আটকেপড়া পেঁয়াজ ইতিমধ্যে পচন ধরেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন