শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

একদিন পর আবারও ভারত আটকে দিল পেঁয়াজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২০, ২:৪৫ পিএম

কয়েকদিন বন্ধ থাকার পর শনিবার আটকে পড়া কয়েকটি ট্রাক ছেড়ে দেয়া হয় ওপার থেকে। তবে এসব ট্রাকের প্রায় সব পেঁয়াজ পচা। এতে পেঁয়াজের বাজারে স্বস্তি ফিরে আসে। কিন্তু আজ রোববার (২০ সেপ্টেম্বর) হিলি স্থলবন্দর দিয়ে আবারও পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে ভারত।
রোববার দুপুর ১২টা পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কোনও পেঁয়াজবাহী ট্রাক দেশে প্রবেশ করেনি। নতুন করে নির্দেশনা না আসা পর্যন্ত বন্দর দিয়ে পেঁয়াজ রফতানির সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা।


হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা লুৎফর রহমান ও সিদ্দিক হোসেন জানান, ‘ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়ার কারণে গত কয়েকদিন ধরেই পেঁয়াজের বাজার বেশ চড়া। মাঝেমাঝে পেঁয়াজ আমদানির খবরে কিছুটা কমলেও আমদানি না হওয়ার কারণে আবারও বেড়ে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
আব্দুলমতিন ২০ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪২ পিএম says : 0
খুবই
Total Reply(0)
সৈয়দ আদনান ২১ সেপ্টেম্বর, ২০২০, ৫:৩৪ পিএম says : 0
আমাদের কবে যে হুঁশ ফিরে আসবে!
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন