সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা
নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ ফয়সাল ওরফে মুরাদ (৩২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে পুলিশ ২৮ পিস ইয়াবা উদ্ধার করে। আটক মুরাদ সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার মৃত রাহাত আলীর পুত্র। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার সময় সৈয়দপুর-পার্বতীপুর সড়কের শাইল্লার মোড় থেকে ইয়াবাসহ তাকে আটক করে। এসআই নজরুল ইসলাম জানান, দীর্ঘদিন থেকে মুরাদ পুলিশের চোখ ফাঁকি দিয়ে শহরের বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছিল। পার্বতীপুর থেকে মাদক এনে শহরে বিক্রি করে বলে আটক মুরাদ পুলিশের কাছে স্বীকার করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন