মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

রাজীব চারে, জিয়া সপ্তমে

জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ৮:৩৮ পিএম

ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী আগামী ২৮ সেপ্টেম্বর। এ উপলক্ষ্যে আয়োজিত জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের তিন গ্র্যান্ডমাস্টারের মধ্যে এনামুল হোসেন রাজীব চারে এবং জিয়াউর রহমান সপ্তমস্থানে অবস্থান করছেন। বৃহস্পতিবার কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রথম দিনে তৃতীয় রাউন্ডের খেলা শেষে প্রথম এবং দ্বিতীয়স্থানে রয়েছেন ভারতের দুই গ্র্যান্ডমাস্টার যথাক্রমে সূর্য্য শেখর গাঙ্গুলী ও দিপ্তায়ন ঘোষ। ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক মাস্টার নভেন্দ্র প্রিয়াসমোরো রয়েছেন তিন নম্বরে। এর আগে সাউথ এশিয়ান চেস কাউ‌ন্সিলের উ‌দ্যো‌গে, কানা‌ডিয়ান ইউনিভার্সিটি অব বাংলা‌দে‌শ এবং গো‌ল্ডেন স্পো‌র্টিং চেস ক্লাবের সহযোগিতায় শুরু হওয়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ দাবা ফেডারেশন ও সাউথ এশিয়ান চেস কাউন্সিলের সভাপতি এবং বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহেমদ। এ সময় উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের চেয়্যারম্যান ও দাবা ফেডারেশনের সহ-সভাপতি চৌধুরী নাফিস সরাফাত, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, এশিয়ান চেস ফেডারেশনের জেনারেল সেক্রেটারি হিশাম আল তাহের, বাংলা‌দেশ দাবা ফেডা‌রেশ‌নের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উ‌দ্দিন শামীম ও গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সভাপতি আমির আলী রানা। প্রতিযোগিতায় বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ইরান, রাশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালয়েশিয়া এবং ভারতের দাবাড়ুরা অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে ড. বেনজীর আহমেদ বলেন, ‘আমরা উন্নয়নবান্ধব, ভবিষ্যতমুখী ও খেলোয়াড় বান্ধব একজন প্রধানমন্ত্রী পেয়েছি। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বুদ্ধিবৃত্তিক মানবিক বিকাশ আমাদের এই অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে অধিকতর টেকসই করবে। যার সুবিধাভোগী হবে দেশের কেন্দ্র থেকে প্রত্যন্ত অঞ্চলের সকল নাগরিক। পৃ‌থিবীর বি‌ভিন্ন উন্নত দে‌শে পা‌র্কে দাবা খেলার ব্যবস্থা র‌য়ে‌ছে। জেলখানায় ক‌য়েদী‌দের জন্য দাবা খেলার আ‌য়োজন রয়ে‌ছে। মান‌সিক চাপ ও অবসাদ দূরীকর‌ণেও দাবা খেলার সুফলতা আছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন