ফরিদপুর আসন্ন জেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। গত শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর জেলা পরিষদের নির্বাচনে মনোনয়পত্র যাচাই-বাছাইয়ের দিন ধার্য ছিল।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার নওয়াবুল ইসলাম জানান, জেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মোট তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এরমধ্যে আয়-ব্যয় রিটার্ন দাখিলে স্বাক্ষর না থাকা ও ঋণখেলাপির কারণে বিএনপির মনোনীত প্রার্থী সেলিম মিয়ার মনোনয়পত্র বাতিল করা হয়েছে। তিনি আরও জানান, এ নির্বাচনে এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করছেন আ.লীগের শামসুল আলম ভোলা এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ। আগামী ২০ অক্টোবর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ৩ অক্টোবর মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন।
বিএনপির প্রার্থী সেলিম মিয়া তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে জানান, তিনি কোনো ঋণ খেলাপি নন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন