শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মা ইলিশ রক্ষায় মধ্যরাতে পটুয়াখালীর জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পায়রা নদীতে অভিযান

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২০, ৩:৫১ এএম

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় পটুয়াখালীর বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট , জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর নেতৃত্বে পায়রা নদীতে গত মধ্যরাতে অভিযান পরিচালিত হয়। এসময় মাইকিং এর মাধ্যমে নদী তীরবর্তী মৎস্যজীবীদের ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২দিন নদ-নদীতে ইলিশসহ সকল ধরনের মাছ ধরার উপর সরকারের নিষেধাজ্ঞা সম্পর্কে সচেতন করা হয়। নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, মজুত ও ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার জন্যও বলা হয়।
অভিযানে এ সময় আরও উপস্থিত ছিলেন মোল্লা এমদাদুল্যাহ, জেলা মৎস্য কর্মকর্তা, পটুয়াখালী, মোঃ রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, র‌্যাব-৮, পটুয়াখালী সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন