শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আমি ঘোষণা দিয়ে অভিনয় ছাড়িনি-শাবনাজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা শাবনাজ এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমাতে অভিনয় করে দর্শক সাড়া ফেলেছিলেন। সেই সময়কার দর্শকের কাছে শাবনাজ-নাইম সিনেমার প্রিয় তারকা জুটিতে পরিনত হয়েছিলেন। পরবর্তীতে টানা কয়েক বছর জুটি হিসেবে সিনেমায় অভিনয় করে ছিলেন। তবে ১৯৯৪ সালের ৫ অক্টোবর শাবনাজ নাইমকে বিয়ের পর ধীরে ধীরে সিনেমাতে কাজ করা কমিয়ে দেন এবং এক সময় দু’জনেই সিনেমায় কাজ করা বন্ধ করে দেন। সিনেমায় শাবনাজকে সর্বশেষ দর্শক দেখেছেন চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান পরিচালিত ‘ডাক্তার বাড়ি’ সিনেমায়। সিনেমাটি ২০০৮ সালে মুক্তি পায়। এরপর আর নতুন কোন সিনেমায় শাবনাজকে দেখা যায়নি। মরহুম আব্দুল্লাহ আল মামুনের ‘জনম জনম’ ধারাবাহিক নাটকে অভিনয়ের পর নাটকে অভিনয়েও আর দেখা যায়নি তাকে। এই ধারাবাহিকটি প্রচার হতো এটিএন বাংলায়। চলতি বছরেই শাবনাজ বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হয়েছেন। তবে কী অভিনয়ে ফিরছেন আপনি? এমন প্রশ্নের জবাবে শাবনাজ বলেন,‘ সত্যি বলতে কী সিনেমাতে বা নাটকে অভিনয়ের প্রস্তাব যে একেবারেই আসেনা তা কিন্তু নয়। কিন্তু আমি যে ধরনের সিনেমা নাটকে অভিনয় করতে চাই সেই ধরনের গল্প কিন্তু আমি পাইনা। ঘোষনা দিয়ে কিন্তু অভিনয় ছেড়ে দেইনি। আমি যেভাবে এখন আমার জীবনে অভ্যস্ত, যেভাবে চলা ফেরা করে অভ্যস্ত সেই ভাবনা মাথায় রেখে যদি কেউ গল্প লিখেন এবং গল্প যদি আমার পছন্দ হয় তাহলে হয়তো অভিনয়ে ফেরার বিষয়টি ভেবে দেখা যেতে পারে। তবে দীর্ঘদিন অভিনয়ে নেই বলে ফেরার আগ্রহটাও প্রবল নয়। আমার এবং নাইমের প্রতিদিনের গল্পে কিন্তু সিনেমা জীবনের দিনগুলোর কথা চলেই আসে। আমরাও ভীষণ মিসকরি সেইসব ফেলে আসা দিনগুলো।’ শাবনাজ জানান, স্বামী চিত্রনায়ক নাইম ও দুই কন্যা নামিরা ও মাহাদিয়ার সঙ্গেই সময় কাটে তার। শাবনাজের বাবা স ম হুমায়ূন ছিলেন একজন গুনী নাট্যব্যক্তিত্ব। বাবাকে মঞ্চে অভিনয়ে দেখেই মূলত অভিনয়ের প্রতি তার আগ্রহ জন্মায়। ১৯৯১ সালের ৪ অক্টোবর শাবনাজ অভিনীত ‘চাঁদনী’ সিনেমা মুক্তি পায়। চাঁদনী’ ছাড়াও শাবনাজ অভিনীত দর্শকনন্দিত সিনেমাগুলো হচ্ছে ‘দিল’, ‘জিদ’,‘ আগুন জ¦লে’,‘ আঞ্জুমান’,‘ অনুতপ্ত’,‘ লাভ’,‘ চোখে চোখে’,‘ টাকার অহংকার’, ‘আশা ভালোবাসা’,‘ সোনিয়া’ ইত্যাদি। নাট্যাভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ তার ছোট বোন। শাবনাজের ডাক নাম তানিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন