চলচ্চিত্র দম্পতি নাইম-শাবনাজ এবার পরিবেশ দূষণ রোধে সচেতনতা বিষয়ক অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন। দেশের মানুষকে পরিবেশ দূষন থেকে সচেতন করা এবং নিজেদেরকে কীভাবে এই দূষিত পরিবেশ থেকে সুস্থ রাখা যায়, এমন ভাবনা থেকে তারা একটি টিভি চ্যানেলের জন্য অনুষ্ঠান প্রযোজনা করছেণ। অনুষ্ঠানটির নাম ‘আমার ঘর আমার স্বপ্ন’। ইতোমধ্যে অনুষ্ঠানের ৩০ পর্ব নির্মাণ করা হয়েছে। আগামী মাস থেকে একটি স্যাটেলাইট চ্যানেলে এটি প্রচারে আসবে। অনুষ্ঠানটি নির্মাণে আছেন শাবনাজ ও আফতাব বিন তমিজ। নাইম বলেন, আমি ও শাবনাজ দু’জনই এখন পরিবেশ নিয়ে কাজ করতে চাই। প্রাণ খুলে নি:শ্বাস নেয়ার জন্য সুস্থ পরিবেশ জরুরী। যদি পরিবেশই সুস্থ না থাকে, তাহলে সুস্থভাবে বাঁচবো কী করে আমরা! শব্দ দূষণ, ইটভাটা, ড্রেনেজ সিস্টেম, খাল ভরাটা হয়ে যাওয়াসহ নানা কারণে পরিবেশ আজ হুমকির মুখে। এর প্রভাব পড়ছে মানুষের উপর। এতে কম বয়সেই মানুষ অসুস্থ হয়ে যাচ্ছেন, মারাও যাচ্ছেন। আমাদের অনুষ্ঠানের মধ্যদিয়ে এসব সমস্যার দিক নির্দেশনামূলক পথ তৈরী করে দেওয়া এবং সমাধানের কথা বলা হবে, যাতে গ্রাম ও শহরে মানুষ পরিবেশ ঠিক রাখতে সচেতন হয়। আমাদের এই চেষ্টা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। শাবনাজ বলেন, যেহেতু আমরা চলচ্চিত্রে কাজ করেছি, আমাদেরকে অনেকেই অনুসরণ করেন। আমাদের কথা যদি সাধারণ মানুষকে প্রভাবিত করে, তাহলে সেটা কল্যাণকর হবে। ‘আমার ঘর আমার স্বপ্ন’ অনুষ্ঠানটিতে অনেক তারকাসহ বিভিন্ন সেক্টরের অনেক বিশিষ্টজন অংশ নিয়েছেন, যাদের কথা মানুষকে অনুপ্রাণিত করবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন