শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

রক্ত দান করার জন্য শাবনাজের আহ্বান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২১, ১:০৪ এএম

একসময়ের চিত্রনায়িকা শাবনাজ সবাইকে রক্তদান করার আহ্বান জানিয়েছেন। শাবনাজ জানান, ছোটবেলা থেকেই তিনি রেডক্রিসেন্ট’র সাথে সম্পৃক্ত। ১৯৯৬ সালে মানুষের সেবায় তিনি ‘বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি’র ‘রেডক্রিসেন্ট ব্লাড সেন্টার’-এ প্রথম রক্ত দেন। এরপর অসংখ্য মানুষকে রক্ত দিয়েছেন। শাবনাজের রক্তের গ্রুপ এবি পজেটিভ। শাবনাজ বলেন, ‘ছোটবেলা থেকেই আমি রেডক্রিসেন্ট’র সাথে সম্পৃক্ত। কারো রক্ত লাগলে ছুটে যেতাম। আমার বাবা আমাকে সবসময় অনুপ্রেরণা দিতেন। বাবার কারণেই রক্ত দিতে সাহসী হয়ে উঠেছিলাম। বাব সবসময় বলতেন বিপদে মানুষের পাশে দাঁড়াতে। কারো রক্তের প্রয়োজন হলে সহযোগিতা করতে চেষ্টা করি। তিনি বলেন, আমার শরীরের এক ব্যাগ রক্তের জন্য যদি একজন মানুষের সারাজীবন উপকার হয়, তাহলে সেটা আমার সৌভাগ্য। আর, বিপদে মানুষের পাশে মানুষইতো দাঁড়াবে। সবই আল্লাহ’র ইচ্ছে। মানুষতো উসিলা মাত্র। তাই আমি সবাইকে আহ্বান জানাই, রক্তদানে এগিয়ে আসুন। রক্তদান করলে শরীর আরো সুস্থ থাকে, ভালো থাকে। আর আবারো ধন্যবাদ জানাই আলমগীর ভাইকে আমাকে নির্মম সিনেমায় কাজ করার সুযোগ করে দেবার জন্য।’ এদিকে শাবনাজ এখন আর অভিনয় করছেন না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন