ফেনীর ছাগলনাইয়া পৌরসভার পূর্ব ছাগলনাইয়া বাগানবাড়ি ওয়ালি উল্ল্যাহ (রহ.) দ্বীনিয়া মাদরাসার ৬ষ্ঠ তলা ভব নের নির্মাণ কা জের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার সকালে অত্র মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগানবাড়ি ওয়ালি উল্ল্যাহ (রহ.) দ্বীনিয়া মাদরাসার সভাপতি, পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও নিউজ এজেন্সির সম্পাদক আলহাজ মিজানুর রহমান মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালামের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মাওলানা রুহুল আমিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, সাধারণ সম্পাদক ও ফেনী জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক ও যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুদ্দিন প্রমুখ। বক্তব্য রাখেন, মাদরাসার পরিচালক মাওলানা মুফতি মো. সাকিব মাহমুদ, পরিচালনা কমিটির সহ-সভাপতি হাফেজ আহমদ চৌধুরী প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন