বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

অফসাইড নিয়মে ফের বদল!

রয়টার্স | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

অফসাইডের নিয়মে বদল আনতে বা উন্নতি করতে আগ্রহী বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। অফসাইডের নিয়মের জেরে বিশ্বের বিভিন্ন প্রান্তে সা¤প্রতিক সময়ে বিভিন্ন সময়ে মাথাচাড়া দিয়েছে বিতর্ক। তবে এব্যাপারে বিশেষজ্ঞদের মধ্যে ঐক্যমত গড়ে তোলা কঠিন বলে মনে করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

সা¤প্রতিক সময়ে ফুটবলের সঙ্গে পরিচিতি ঘটেছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির। ভিএআরের আওতায় অফসাইডের এমন কিছু ডায়মেনশন যুক্ত হয়েছে যা খালি চোখে তো বোঝা সম্ভবই নয় এমনকি সেসব ডায়মেনশন একজন ফুটবল অনুরাগী হিসেবে সবসময় মেনে নেওয়াও সহজ ব্যাপার নয়। এ ব্যাপারে ফিফা সভাপতি জানিয়েছেন, ‘গত ১০০ বছরে অফসাইডের নিয়ম বারংবার পরিবর্তিত হয়েছে। আমরা ফের এতে বদল আনার বিষয়ে আলোচনা শুরু করেছি। আমরা দেখছি যাতে অফসাইডের নিয়ম যাতে আরও উন্নত এবং সুস্পষ্ট করা যায়। তবে এই বদল কেবল ভিএআরের জন্য নয় বরং ফুটবল যাতে আরও আক্রমণাত্মক হয়। এখন প্রশ্ন হচ্ছে আমাদের কী আক্রমণের ফুটবলারদের আরও অগ্রাধিকার দেওয়া উচিৎ, যেমনটা এতবছর ধরে হয়ে এসেছে। কিংবা মার্জিনাল অফসাইড তুলে দিলে কী আদৌ সুবিধা পাবে কেউ, প্রশ্ন সেখানেও।’

এইসকল বিষয় নিয়েই ফুটবলের নিয়ম তৈরি করে যে সংস্থা সেই আইএফএবি’র সঙ্গে ফিফার আলোচনা চলছে বলে জানিয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো। তার কথায় নয়া নিয়ম তৈরির ব্যাপারে প্রাক্তন ফুটবলার এবং রেফারিদের নিয়ে তৈরি বিশেষজ্ঞ কমিটির মধ্যে মতের মিল হওয়ার বিষয়টি খুব সহজ নয়। তবে ভিএআর’কে তিনি একইভাবে সমর্থন করেছে। ২০১৬ ফিফা সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে সর্বাগ্রে ভিএআর চালুর বিষয়টিকে প্রাধান্য দিয়ে এসেছিলেন ইনফান্তিনো এবং ২০১৮ রাশিয়া ফুটবল বিশ্বকাপ থেকে এই প্রযুক্তির সঙ্গে পরিচয় ঘটে ফুটবল বিশ্বের। ফিফা সভাপতি জানিয়েছেন, ‘ক্ষতি নয়, ভিএআর বরং ফুটবলের সুবিধাই করছে। একইসঙ্গে আমাদের মাথায় রাখতে হবে মাত্র দু’বছর হল ভিএআর আত্মপ্রকাশ করেছে, ২০০ বছর নয়। কিন্তু ভুলভ্রান্তি ঘটছে তার কারণ রেফারিরা এখনও এই প্রযুক্তির সঙ্গে সড়গড় নয়।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন