সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ম্যানচেস্টার ডার্বি গোলশূন্য ড্র

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২০, ৯:১৯ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ছিল ম্যানচেস্টার ডার্বি। মুখোমুখি হয়েছিল শহরের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। তবে দুই দলের লড়াইয়ে কেউ জেতেনি।

ইউনাইটেডের মাঠে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

করোনার কারণে ওল্ড ট্র্যাফোর্ড ম্যাচটি হয়েছে দর্শকশূন্য গ্যালারিতে।
ফলের মতো মাঠের লড়াইয়েও দুই দল ছিল সমানে-সমান। বল দখলে অবশ্য কিছুটা এগিয়ে সিটি। ৫৪ শতাংশ বল নিজেদের দখলে রেখেছে তারা। তবে গোলমুখে শট নেওয়ার ক্ষেত্রে এগিয়ে ইউনাইটেড (১১-৯)। অন টার্গেট শট অবশ্য দুই দলই নিতে পেরেছে মাত্র দুটি করে। দিন শেষে আসলে ম্যাচটা ছিল ঝাঁঝহীন, নিরুত্তাপ।

ইউনাইটেড অবশ্য দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি পেয়ে যায়। ডি-বক্সে ঢুকে পড়া রাশফোর্ডকে ফাউল করে বসে সিটি ডিফেন্ডার কাইল ওয়াকার।

রেফারি পেনাল্টির বাঁশি বাজালেও পরে ভিএআরের সাহায্যে তা বাতিল করেন। রিপ্লেতে দেখা যায় আগেই অফসাইডে ছিলেন রাশফোর্ড।
টেবিলে দুই দলের যা অবস্থান তা মোটেও তাদের নামের সঙ্গে যায় না। ১১ ম্যাচে ৬ জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ইউনাইটেড। সমান ম্যাচে ৫ জয় ও ৪ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে সিটি।

চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য সিটি বেশ ভালো অবস্থানে। অপরাজিত থেকে নকআউট পর্বে উঠেছে পেপ গার্দিওলার সিটি। তবে উলে গুনার সুলশারের ইউনাইটেড ছিটকে গেছে প্রথম পর্ব থেকেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন