শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

গ্রানাডার বিপক্ষে প্রত্যাশিত জয় পেল রিয়াল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২০, ৮:১৩ এএম

লা লিগায় টানা ছয় ম্যাচে অপরাজিত রিয়াল মাদ্রিদ। অকপটেই বলা যায়, দারুণ সময় পার করছে জিনেদিন জিদানের দল। বড় দিনের ছুটিতে যাওয়ার আগে আরো একটি উপলক্ষ্য, গ্রানাডার বিপক্ষে প্রত্যাশিত জয় লস ব্লাঙ্কসদের। ম্যাচে ২-০ ব্যবধানে জিতে শীর্ষে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের সাথে সমান পয়েন্ট নিয়ে স্বস্তিতেই ক্রিসমাসের ছুটিতে যাচ্ছে রামোস-টনি ক্রুসরা।

ঘরের মাঠ আলফ্রেডো ডি স্টেফানো চেনা মাঠ, চেনা পরিবেশ। তারপরও যেন প্রথমার্ধে ছন্দহীন রিয়াল শিবির। ম্যাচের শুরুতেই রাফায়েলের ভুলে গোল খেতে বসেছিল জিদানের দল। অবশ্য সেই সুযোগটা হাতছাড়া করে বসেন গ্রানাডার মিডফিল্ডার আন্তেনিও। তবে একপর্যায়ে বলের দখল নিয়ে প্রতিপক্ষের রক্ষণে হানা দেয় স্বাগতিক ফরোয়ার্ডরা। কিন্তু কাজের কাজটি করতে ব্যর্থতার পরিচয় দেয় বেনজেমা-ভালভার্দে-রদ্রিগোরা।
৩৮ মিনিটে রদ্রিগো পেশিতে চোট পেলে, বদলী হিসেবে অ্যাসেনসিও'র ওপর আস্থা রাখেন জিদান। যদিও বিরতির আগে অন টার্গেটে ৯টি শট নিয়েও গোলের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। ফলে প্রথমার্ধ থাকে গোলশুণ্য।
বিরতির পর মাঠে নেমেই আক্রমণাত্মক ফুটবল খেলে গ্রানাডা। বিপরীতে রিয়ালের টনি ক্রুস ও ভালভার্দে প্রতিপক্ষের গোলকিপারকে পরাস্ত করতে পারেনি। তবে ৫৭ মিনিটে ডেডলক ভাঙ্গে রিয়াল। অ্যাসেনসিও'র বাড়ানো বলে দুর্দান্ত হেডে বল জালে জড়ান ক্যাসেমিরো।
শেষ দিকে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে অতিথিরা। উল্টো ম্যাচের অতিরিক্ত সময়ে ইসকোর অ্যাসিস্টে করিম বেনজেমা গোল করে রিয়ালের জয় নিশ্চিত করে। এ জয়ে ১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে জিদানের দল। দুই ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন