মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী জীবন

দৈনন্দিন জীবনে ইসলাম

প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

প্র:- কেউ যদি কিরাতের মধ্যে মারাত্মক ভুল করে, তার পর আবার শুদ্ধ করে পড়ে ফেলে; তাহলে তার নামায হবে কি?
উ:- হবে।
প্র:- কারো দাঁতের ফাঁকে আটকে থাকা কোন জিনিস যদি নামাযের মধ্যে বেরিয়ে গলা দিয়ে ঢুকে যায় তাহলে নামায ভেঙ্গে যাবে কি?
উ:- ঐ জিনিসটি যদি চানাবুটের সমান বা এর চেয়ে বড় হয় এবং নামাযের মধ্যে দাঁতের ফাঁক থেকে বেরিয়ে এসে গলার ভিতর প্রবেশ করে তাহলে নামায ফাসিদ হয়ে যাবে।
প্র:- পুরুষের নামাযের কাতারে কি কোন মহিলা নামায পড়তে পারবে?
উ:- মুহরিমাহ হোক চাই গাইরে মুহরিমাহ হোক পুরুষের কাতারে কোন মহিলা নামায পড়তে পারবে না।
প্র:- যদি কোন মহিলা পুরুষের কাতারে প্রবেশ করে তাহলে কতজনের নামায ফাসিদ হবে?
উ:- প্রবেশকারিণী মহিলার, তার ডান ও বাম দিকের দু’জনের এবং তার পিছনের লোকদের। (আলমগীরী)
প্র:- যদি নামাযরত অবস্থায় কারো দাঁত থেকে রক্ত বের হয় এবং সে তা গিলে ফেলে তাহলে নামাযের কি হবে?
উ:- যদি থুথুর চেয়ে রক্তের পরিমাণ বেশি হয়, তবে নামায ভেঙ্গে যাবে। আর রক্তের পরিমাণ কম হলে নামাযের কোন ক্ষতি হবে না।
-মুফতী ওয়ালীয়ুর রহমান খান

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন