শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

‘ভাবি জি ঘর পার হ্যায়’ সিরিয়ালে সৌম্য ট্যান্ডনের স্থলাভিষিক্ত হচ্ছেন নেহা পেন্দসে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

আনিতা ভাবির ভূমিকায় নতুন একজন অভিনেত্রীকে দেখার দর্শকদের প্রতীক্ষার প্রহর শেষ হচ্ছে। জনপ্রিয় হিন্দি সিটকম ‘ভাবি জি ঘর পার হ্যায়’তে সৌম্য ট্যান্ডনের (ছবিতে বামে) জায়গায় অভিনয়ের জন্য নির্মাতারা নেহা পেন্দসেকে (ডানে) বেছে নিয়েছে। পাঁচ বছর সিরিয়ালটির সঙ্গে সংশ্লিষ্ট থাকার পর গত আগস্টে সৌম্য একঘেয়েমি এবং শিল্পী হিসেবে বৈচিত্র্যের প্রত্যাশায় ‘ভাবি জি ঘর পার হ্যায়’ ছাড়ার ঘোষণা দেন। এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে সৌম্য এক সাক্ষাতকারে বলেন, “এমন স্থিতিশীল এবং প্রতিষ্ঠিত শোয়ের কাজ ছেড়ে দেয়াকে অনেকে অযৌক্তিক বলতে পারে। তবে আমার মনে হয়েছে এমন নিয়মিত আয়ে এমন কাজ করা আর রোমাঞ্চকর নয়। আমি শিল্পী হিসেবে আরও এগোতে চাই- আমি এমন প্রজেক্টে কাজ করতে চাই যেখানে এগোবার সুযোগ আছে।” তবে এই বিশেষ সিরিজটি তার ক্যারিয়ারকে এগিয়ে নিয়েছে তা তিনি স্বীকার করেছেন। তিনি বলেন, “আমি জানি ‘ভাবি জি ঘর পার হ্যায়’-এর সঙ্গে আমার এই যাত্রা ছিল সুন্দর। আমি পাঁচ বছর এই চরিত্রটি করেছি, আমি আরও পাঁচ বছর এই চরিত্রটি করতে চাই না। প্রযোজক বিনায়ফার এবং সঞ্জয় কোহলি প্রথমেই নেহার সঙ্গে যোগাযোগ করেন, তিনি সেই সময় সায় দেননি তাতে তারা অন্য অভিনেত্রীদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। চার মাস পর অবশেষে নেহা প্রস্তাবে সায় দিলেন। তিনি এদের সঙ্গে এর আগে ‘মে আই কাম ইন ম্যাডাম?’ সিরিয়ালে কাজ করেছেন। ‘ভাবি জি ঘর পার হ্য়ায়’ সিরিজে আরও অভিনয় করছেন শুভাঙ্গি আত্রে, রোহিতাশ্ব গৌড় এবং আসিফ শেখ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন