‘ইমলি’ সিরিয়ালে কেন্দ্রীয় ভূমিকায় শক্তিশালী পারফরমেন্স আর অনবদ্য পর্দা উপস্থিতি দিয়ে দর্শকদের মন জয় করতে সমর্থ হয়েছেন সুম্বুল তৌকির খান। ১৪ বছর বয়সে অভিনয় শুরু করে ‘ইমলি’ দিয়ে দর্শকদের কাছে পৌঁছেছেন সুম্বুল। কিছুদিন আগে তাকে জিজ্ঞাসা করা হয় এ পর্যন্ত সবচেয়ে বড় কোন প্রশংসা পেয়েছেন তিনি? তিনি বলেন : “সবচেয়ে বড় প্রশংসাটি একজন নয় ১০ থেকে ১৫ জন থেকে পেয়েছি। অনেকে বলে থাকে আমাকে দেখে স্মিতা পাটিলের কথা মনে পড়ে। এটাই আমার জন্য সবচেয়ে বড় প্রশংসা। আমার মনে হয় স্মিতা পাটিলের মত কিংবদন্তীতুল্য অভিনেত্রীর সঙ্গে তুলনার মত বড় প্রাপ্য আর হতে পারে না। ‘ইমলি’ ছাড়া সুম্বুল আয়ুষ্মান খুরানা অভিনীত বলিউডের ফিল্ম ‘আর্টিকেল ফিফটিন’-এ অভিনয় করেছেন। ‘ইমলি’তে আরও অভিনয় করেছেন গাশমির মহাজনি, ময়ূরী দেশমুখ, রিতু চৌধারি সেঠ প্রমুখ। সুম্বুল এর আগে ‘ইশারোঁ মে ইশারোঁ’ এবং ‘চন্দ্রগুপ্ত মৌর্য’ সিরিয়ালে অভিনয় করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন