হিবা নওয়াবের সিরিয়াল ‘জিজাজি ছাত পে কোই হ্যায়’ এখন বন্ধ আছে, তিনি এখন এই সময়টা কাটাচ্ছেন তার বেরেলির বাড়িতে। এখানেই এক সাক্ষাতকারে তিনি তার ওজন বাড়া, পোশাকের বাধ্যবাধকতা এবং আরও কিছু বিষয় নিয়ে কথা বলেছেন। রক্ষণশীল পোশাক পরা তার সচেতন সিদ্ধান্ত বলে তিনি জানান। তিনি বলেন, আমি মুসলিম পরিবারের মেয়ে, আমাদের সংস্কৃতি ভিন্ন। আসলে আমি এর বিরুদ্ধে অনেক কিছুই করি, তবে আর বেশি করতে চাই না। এটি আমার আর আমার পরিবারের সিদ্ধান্ত। এমনকি এখনও তারা আমার অনেক পোশাক মেনে নিতে পারেন না। আমি কিছুটা বিদ্রোহী হলেও তাদের অনুভূতিকে আঘাত করতে চাই না। তারা আমাকে অনেক সমর্থ করে। তবে আমি বিকিনি পরতে চাই না বা শরীরের ভাঁজ দেখাতে চাইনা কোনও ভাবেই। এটি আমারই সিদ্ধান্ত এতে কোনও বিরোধ নেই। খাওয়া দাওয়া নিয়ে হিবা বলেন, আমি খাবার নিয়ে অনেক কথা বলি। ওজন বেড়ে যায় বলে খুব খেতে পারি না। অনেক সময় অনেক খেতে পারি আর এ নিয়ে আলাপেও কোনও দ্বিধা নেই। আমি মনে করি একজন শিল্পীকে শরীরের আকৃতি ঠিক রাখতে হয়। বিশেষ করে যেখানে তারকারা ভক্তদের অনুপ্রাণিত করে থাকে। তাই সুস্বাস্থ্য বজায় রাখা জরুরী। অন্যদের বললে নিজেকেও স্বাস্থ্যকর জীবনধারা চালিয়ে যেতে হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন