রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ম্যানইউকে হারিয়ে লিগ কাপের ফাইনালে সিটি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২১, ৮:১৪ এএম

ম্যানইউকে হারিয়ে লিগ কাপের ফাইনালে সিটিনগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে তাদেরই মাঠে হারিয়ে ম্যানচেস্টার সিটি উঠল লিগ কাপের ফাইনালে। ওল্ড ট্রাফোর্ডে বুধবার ২-০ গোলে জিতেছে টানা তিনবারের চ্যাম্পিয়ন সিটি। দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন ডিফেন্ডার জন স্টোনস ও মিডফিল্ডার ফের্নান্দিনিয়ো।

আগামী ২৫ এপ্রিলের ফাইনালে পেপ গার্দিওলার দলের প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পার। আগের দিন দ্বিতীয় বিভাগের দল ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারায় জোসে মরিনিয়োর দল।

সেমি-ফাইনালে প্রথম ভালো সুযোগটি পায় ইউনাইটেড। নবম মিনিটে ব্রুনো ফের্নান্দেসের দূরপাল্লার কোনাকুনি শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন জ্যাক স্টিভেন। চার মিনিট পর ডি বক্সের বাইরে থেকে কেভিন ডে ব্রুইনের শট পোস্টে বাধা পেলে হতাশ হয় সিটি।

প্রথমার্ধে লক্ষ্যে কোনো শট রাখতে না পারা সিটি এগিয়ে যায় দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে। বাম প্রান্ত থেকে ফিল ফোডেনের ফ্রি কিক গোলমুখে পেয়ে জালে পাঠান স্টোনস। ২০১৭ সালের পর ক্লাব ফুটবলে গোলের দেখা পেলেন এই ইংলিশ ডিফেন্ডার।

গোলের পর আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ। সুযোগ কাজে লাগাতে পারেনি ইউনাইটেড। তাদের ব্যর্থতার সুযোগ নিয়ে ব্যবধান বাড়ায় সিটি।

স্বাগতিকরা কর্নার ঠিকমত ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল পান ফের্নান্দিনিয়ো। ডি বক্সের বাইরে থেকে জোরালো ভলিতে কাছের পোস্ট দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। টানা চতুর্থবারের মতো ফাইনালে যায় সিটি।

গত আসরে দুই লেগ মিলে উলে গুনার সুলশারের দলকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল সিটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন