শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নতুন সিনেমা পরিচালনা করছেন রোজিনা

মারুফ সরকার : | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

চিত্রনায়িকা রোজিনা নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। সিনেমাটির নাম ‘ফিরে দেখা’। প্রায় ১৫ বছর আগে তিনি রাক্ষুসী নামে একটি সিনেমা নির্মাণ করেছিলেন। সে সিনেমায় ফেরদৌসের বিপরীতে তিনি অভিনয় করেন। নতুন সিনেমায়ও তিনি অভিনয় করবেন। এ সিনেমায় ইতোমধ্যে চিত্রনায়ক নিরবকে চুক্তিবদ্ধ করেছেন। রোজিনা বলেন, করোনা পরিস্থিতির মধ্যে লন্ডন যাওয়ার আগেই নিরবের সঙ্গে মৌখিক কথা হয়। গত ৩১ ডিসেম্বর ঢাকায় এসে নিরবকে আনুষ্ঠানিকভাবে চ‚ড়ান্ত করি। পর্যায়ক্রমে ছবির অন্যান্য শিল্পীদের নাম জানানো হবে। নিরব বলেন, রোজিনা ম্যাডামের মতো বড় মাপের একজন অভিনেত্রীর সিনেমায় আমি অভিনয় করছি। এটা আমার জন্য অবশ্যই বড় পাওয়া। এ জন্য তার কাছে আমি কৃতজ্ঞ। সিনেমাটির গল্প মুক্তিযুদ্ধকালীন রাজবাড়ির ঘটনা নিয়ে নির্মিত হবে। আমিও রাজবাড়ির ছেলে। আশা করি, নিজের চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবো। অন্যদিকে রোজিনা তার বিপরীতে অভিনয়ের জন্য ইলিয়াস কাঞ্চনের সঙ্গে প্রাথমিক কথা বলেছেন। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত হবে ‘ফিরে দেখা’। গল্পটি রোজিনার নিজের। রোজিনা বলেন, গল্পটি মুক্তিযুদ্ধকালীন সত্যিকারের একটি ঘটনা অবলম্বনে। ১৯৭১ সালে নানাবাড়ি গোয়ালন্দের একটি পরিবারের ঘটনার ওপর ভিত্তি করে সিনেমাটি নির্মিত হবে। আগামী মার্চে রাজবাড়ির গোয়ালন্দে এরশুটিং শুরু করব।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন