সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

শেষের গোলে রিয়ালের স্বস্তি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

সব প্রতিযোগিতা মিলিয়ে আগের পাঁচ ম্যাচে মাত্র এক জয়। ছিটকে যেতে হয়েছে স্প্যানিশ সুপার কোপা ও কোপা দেল রে থেকে। লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থানের সঙ্গে দূরত্বও বেড়েছে। রিয়াল মাদ্রিদ তাই ছিল ভীষণ চাপে। হুয়েস্কার বিপক্ষেও হোঁচট খেতে বসেছিল তারা। তবে রাফায়েল ভারানের জোড়া গোলে হয় শেষ রক্ষা।

গতপরশু রাতে প্রতিপক্ষের মাঠে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে হাভি গালানের গোলে এগিয়ে যায় হুয়েস্কা। ছয় মিনিট পর রিয়ালকে সমতায় ফেরান ফরাসি ডিফেন্ডার ভারানে। লস ব্লাঙ্কোসরা জয়সূচক গোলের দেখা পায় ৮৪তম মিনিটে। ডি-বক্সের ভেতর থেকে কাসেমিরোর হেড ফিরিয়ে দিলেও পুরোপুরি বিপদমুক্ত করতে ব্যর্থ হন স্বাগতিক গোলরক্ষক। অরক্ষিত ভারানে খুব কাছ থেকে বল জালে পাঠান।

কষ্টের জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে (গতরাতের ম্যাচ বাদে) টপকে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে তারা। ২১ ম্যাচে রিয়ালের অর্জন ৪৩। এক ম্যাচ কম খেলে তিনে থাকা বার্সার পয়েন্ট ৪০। ১৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
একই রাতে রোমাকে হারিয়ে সিরি আর পয়েন্ট টেবিলে তিনে উঠেছে জুভেন্টাস। নিজেদের মাঠে ২-০ ব্যবধানে জিতেছে শিরোপাধারীরা। ক্রিস্টিয়ানো রোনালদো আন্দ্রেয়া পিরলোর দলকে এগিয়ে নেওয়ার পর আত্মঘাতী গোল করেন রোমার ইবানেস। আসরের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর গোল হলো ১৭ ম্যাচে ১৬টি। ২০ ম্যাচে ১২ জয় ও ৬ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে তিনে আছে জুভেন্টাস। এক ম্যাচ বেশি খেলা রোমা ৪০ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে। ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে এসি মিলান। এক ম্যাচ বেশি খেলে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন