বান্ধবীর আত্মহত্যার খবরে কাতারে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনাল খেলা রেখে দেশে ফিরেছেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার জেরোমে বোয়েটাং। বুধবার সকালে তার বান্ধবীর মৃত্যুর বিষয়টি প্রকাশ্যে ঘোষণা করা হয় এবং সেদিন বিকেলে এটি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছিল যে বোয়েটাং জার্মানিতে ফিরছেন। ক্লাব বিশ্বকাপের ফাইনাল খেলতে দলের সঙ্গে কাতারে অবস্থান করছিলেন তিনি। -ডেইলি মেইল
কিন্তু প্রিয় বান্ধবী কেসিয়া লেনহার্ট (২৫) আত্মহত্যা করে মারা যাওয়ায় শিরোপা জয়ের মিশনে দলের সঙ্গে তার আর থাকা হলো না । বিষয়টি নিশ্চিত করে বায়ার্ন মিউনিখের হেড কোচ হ্যান্সি ফ্লিক জানান, মেক্সিকান ক্লাব টাইগার্সের বিপক্ষে ক্লাব বিশ্বকাপের ফাইনালে খেলবেন না জেরোমে বোয়েটাং। মঙ্গলবার জার্মানির রাজধানী বার্লিনের একটি অ্যাপার্টমেন্ট থেকে বোয়েটাংয়ের এই সাবেক বান্ধবীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এক সপ্তাহ আগে তার সঙ্গে সম্পর্কের ইতি টেনেছিলেন জার্মান ফুটবলার। বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েন পোলিশ বংশোদ্ভূত ওই মডেল। পুলিশ জানিয়েছে, একজন আত্মহত্যা চেষ্টা করছে-এমন খবর পেয়ে মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে চার্লোটেনবার্গে যান তারা। সেখানে গিয়ে ওই নারীর মরদেহ দেখতে পান। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই ধারণা করছে পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন