শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

তিন বছরেও পরীমনির প্রযোজনার সিনেমার কাজ শুরু হয়নি

মারুফ সরকার : | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২১, ১২:০৭ এএম

তিন বছর আগে বেশ ঘটা করে সিনেমা প্রযোজনার কথা বলেছিলেন চিত্রনায়িকা পরীমনি। তার প্রযোজনার নাম দেন সোনার তরী মাল্টিমিডিয়া। তার প্রতিষ্ঠান থেকে ২০১৮ সালের ৯ মার্চ ক্ষত নামে একটি সিনেমার মহরতও করা হয়। তবে তিন বছর পার হয়ে গেলেও সিনেমার কাজ শুরু হয়নি। পরীমনির প্রযোজনা প্রতিষ্ঠান এবং সিনেমা নির্মাণ এখন ঘোষণাতেই আটকে গেছে। সিনেমাটি আদৌ নির্মিত হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। শামীম আহমেদ রনীর পরিচালনায় ক্ষত নামের সিনেমাটিতে পরীমনি ও জায়েদ খানের অভিনয় করার কথা। সে সময় প্রকাশ করা হয়েছিল সিনেমার ফার্স্ট লুক। সিনেমাটি নিয়ে বেশ বড় বড় কথাও বলা হয়েছিল। এমন গল্পের সিনেমা আগে নির্মিত হয়নি, দর্শক একটি অন্যরকম সিনেমা দেখতে পাবেন-এমন কথা পরীমনি বলেছিলেন। সিনেমার কাজ শুরু না হওয়ায় চলচ্চিত্রাঙ্গণের লোকজন বলাবলি করছে, এমন ঘোষণা আরও অনেকেই দিয়েছেন। সিনেমার মহরত করে আর খোঁজ পাওয়া যায়নি। আষাড়ে তর্জন-গর্জনের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। জানা যায়, ইতোমধ্যে ঘটা করে মহরতের মাধ্যমে অনেক সিনেমা নির্মাণের ঘোষণা দেয়া হলেও তা ঐ পর্যন্তই শেষ হয়েছে। সিনেমা নির্মাণ আর শুরু হয়নি। পরীমনির সিনেমা প্রযোজনাও তার মধ্যে অন্যতম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন