শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতায় খুলনা আঞ্চলিক চ্যাম্পিয়ন

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২১, ৮:১২ পিএম

জাপান ফুটবল এসোসিয়েশনের সহায়তায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতার খুলনা আঞ্চলিক পর্বে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা জেলা। বুধবার বিকালে খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে স্বাগতিক খুলনা জেলার কিশোরীরা ৫-০ গোলের বড় ব্যবধানে যশোর জেলাকে পরাজিত করে আঞ্চলিক পর্বের শিরোপা জিতে নেয়। ভেন্যু সেরা হওয়ার ফলে খুলনা জাতীয় পর্যায়ে অংশ গ্রহণের সুযোগ পেলো। এই দলটিই বাংলাদেশ গেমসের নারী ফুটবল ইভেন্টে অংশ গ্রহণ করবে।

খেলার প্রথমার্ধে বিজয়ী দল ২-০ গোলে এগিয়ে ছিলো। দ্বিতীয়ার্ধে হয় বাকি ৩টি গোল। খুলনার হয়ে ম্যাচের সেরা খেলোয়াড় দলের ফাতেমা। দারুণ নৈপুন্যে ম্যাচে হ্যাটট্রিক করেন এই নারী ফুটবলার। বিজয়ী দলের বাকি গোল দু’টি আসে ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় প্রতিমা ও ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় চুমকির পা থেকে। দারুণ হ্যাটট্রিক করে ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ফাতেমা।

ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এড. সাইফুল ইসলাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন