শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইসলামী জীবন

দৈনন্দিন জীবনে ইসলাম

প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

প্রঃ ওযু ছাড়া আযান-ইকামত দেয়া জায়েয হবে কি?
উঃ আযান দেযা জায়েয, ইকামত দেয়া মাকরূহ।
প্রঃ মুয়াজ্জিনের উপস্থিতিতে তার অনুমতি ছাড়া অন্য কেউ ইকামত দিলে হবে কি?
উঃ হবে। তবে মুয়াজ্জিন এতে নারাজ হলে ইকামত দেয়া মাকরূহ হবে।
প্রঃ এক মুয়াজ্জিন দুই মসজিদে আযান দিতে পারবে কি?
উঃ সংশ্লিষ্ট নামাযটি পড়ার আগে দিতে পারবে।
প্রঃ আযানের জওয়াব কিভাবে দিতে হয়?
উঃ আযানের জওয়াব দুই রকম।
১. মসজিদের বাইরে অবস্থানকারী ব্যক্তি সকল কাজ ফেলে মসজিদে আসবে এবং মৌখিক জওয়াবও দিতে থাকবে।
২. মসজিদে অবস্থানকারী ব্যক্তি মৌখিকভাবে আযানের জওয়াব দিবে।
প্রঃ মৌখিক জওয়াব কিভাবে দিতে হয়?
উঃ আযানে যা বলা হয় উত্তরে তাই বলা তবে হাইয়া আলাল ফালাহ এবং হাইয়া আলাল ফালাহ বলার সময় লাহাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা।
প্রঃ কাদের ওপর আযানের জওয়াব দেয়া ওয়াজিব নয়?
উঃ ১. নামায আদায়কারী। ২. খোতবাহ শ্রবণকারী। ৩. ইলমে দ্বীন শিক্ষারত ব্যক্তি ও শিক্ষাদানকারী। ৪. পায়খানা-প্রস্রাব এবং সহবাসে লিপ্ত ব্যক্তি। ৫. যাদের ওপর গোসল ফরয।
-মুফতী ওয়ালীয়ুর রহমান খান

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন