দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা
দুপচাঁচিয়া উপজেলা সদরের ডিমশহর চকরামপুর গ্রামে গৃহবধূ তানজিলা (৩০) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। তাকে কি হত্যা করা হয়েছে না আত্মহত্যা করেছে এ নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে। জানা গেছে, উপজেলার উক্ত ডিমশহর চকরামপুর গ্রামের শাহাবুদ্দিন মন্ডলের পুত্র কায়েছ মন্ডলের সাথে প্রায় ১০ বছর পূর্বে পার্শ্ববর্তী মাটিহাঁস তেঁতুলিয়া মালকা পাড়া গ্রামের মোজাহার প্রামানিকের মেয়ে তানজিলার বিয়ে হয়। দীর্ঘদিন ঘর সংসার করাকালীন তাদের সংসারে দুটি কন্যা সন্তান জন্ম নেয়। কায়েছ মন্ডল ও পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন রোববার দিবাগত রাতে গৃহবধূ তানজিলা স্বামীর সাথে বাড়ির একটি কক্ষে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে স্বামীর পার্শ্বে থেকে উঠে গিয়ে পাশের একটি ঘরের ফ্যানের রডের সাথে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ভোর রাতে বাড়ির লোকজন টের পেয়ে তার লাশ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ যাওয়ার পূর্বেই বাড়ির লোকজন লাশ গোসল করানোর কাজ সম্পূর্ণ করে দাফনের প্রস্তুতি নেয়। ভিন্ন একটি সূত্র দাবি করে গৃহবধূ যে ঘরে আত্মহত্যা করেছে সে ঘরে ফ্যানের সাথে রশি বাঁধা কোন রড ছিল না। তাকে মারপিট করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, গৃহবধূ তানজিলার মৃত্যু নিয়ে রহস্যর সৃষ্টি হয়েছে। তার মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে গতকাল সোমবার ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন