মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে হোমায়েরা ও রাজা বশিরের বজ্রেকণ্ঠে বলে শেখ মুজিব

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২১, ১২:০২ এএম

প্রখ্যাত সঙ্গীতশিল্পী বশির আহমেদের কন্যা হোমায়েরা বশির এবং রাজা বশির সুদ্ধ সংগীতচর্চায় বরাবরই প্রশংসিত হয়ে আসছেন। তারা চেষ্টা করেন নতুন এবং ভিন্ন কিছু করার। এ ধারাবাহিকতায় তারা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে তৈরী করেছেন নতুন একটি গান। ‘বজ্রেকণ্ঠে বলে শেখ মুজিব’ শিরোনামের এই গানটি লিখেছেন গাজী মাঝহারুল আনোয়ার। গানের র্সু ও সঙ্গীত পরিচালনা করেছেন রাজা বশির। গেয়েছেন হোমায়েরা বশির, দিঠি আনোয়ার এবং রাজা বশির। গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছে হোমায়েরা বশিরের ছেলে সারগাম। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে সারগাম সাউন্ড স্টেশন গানটি মুক্তি দিয়েছে। মিউজিক ভিডিওতে গানের গীতিকার গাজী মাজহারুল আনোয়ার প্রথম কয়েক লাইন আবৃত্তি করেছেন। এ ধরণের কোন কাজে তার অংশগ্রহণ এবারই প্রথম। হোমায়েরা বশির বলেন, গতানুগতিক ধারার বাইরে আমরা ভাইবোন সব সময়ই নতুন কিছু করার চেষ্টা করি। এর আগেও বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে সঙ্গীতের বেশ কয়েকটি প্রজেক্ট করেছি আমরা। যেখানে দেশের প্রতিথযশা সঙ্গীত ব্যক্তিত্বরা অংশ নিয়েছেন। ‘বজ্রেকণ্ঠে বলে শেখ মুজিব’ আমাদের অন্যতম বিশেষ একটি প্রজেক্ট। যে কারণে আমরা গাজী মাজহারুল আনোয়ারের মত একজন ব্যক্তিত্ব নিয়ে এসেছি। তার অংশগ্রহণ গানটির গুরুত্ব যেমন বাড়িয়েছে, তেমনি আমরাও আনন্দিত। রাজা বশির বলেন, মুজিববর্ষে এমন একটি কাজ করতে পেরে আমি আনন্দিত। আমি আশাবাদী, গানটি সব মহলের শ্রোতাকেই আকৃষ্ট করবে। উল্লেখ্য, কয়েকমাস আগে ‘মেলোডি জংশন’ নামে হোমায়েরা এবং রাজা বশির একটি ইউটিউব চ্যানেল করেছেন যেখানে প্রতিমাসে দুটি মিউজিক্যাল শো হয়ে থাকে। এতে প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি হোমায়েরা এবং রাজা বশির নতুন নতুন শিল্পীদের সুযোগ করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন