নেপালের ত্রিদেশীয় আমন্ত্রণমূলক টুর্নামেন্ট শেষে দেশে ফিরে এসেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার বেলা ৩ টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে কাঠমান্ডু থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান জাতীয় দলের ফুটবলাররা।
২৯ মার্চ কাঠমান্ডুতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক নেপালের কাছে ২-১ গোলে হেরে শিরোপা স্বপ্ন ধুলিস্যাত হয় বাংলাদেশের। ফলে রানার্সআপ ট্রফি নিয়েই দেশে ফিরতে হয় জামাল ভূঁইয়াদের। ফাইনাল শেষ হওয়ার পর একদিন হোটেলেই কাটিয়েছেন লাল-সবুজের ফুটবলাররা। বাংলাদেশের ব্রিটিশ কোচ জেমি ডে’ও ফিরেছেন দলের সঙ্গে। ঘরোয়া সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিরতি চলছে বর্তমানে, তাই ছুটিতে যাওয়ার কথা জেমির। তার বিমানের টিকিট কাটা রয়েছে। আগামী রোববার ঢাকা থেকে লন্ডন রওয়ানা হবেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন