শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বাহফেকে এক কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২১, ৭:২৩ পিএম

বাংলাদেশ হকি ফেডারেশনকে (বাহফে) এক কোটি টাকা অনুদান দিয়েছেন ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘরোয়া হকির সর্বোচ্চ আসর প্রিমিয়ার লিগ আয়োজনের জন্যই প্রধানমন্ত্রী এই অনুদান দিয়েছেন বলে শনিবার জানান বাহফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।

তিন বছর ধরে বন্ধ রয়েছে প্রিমিয়ার হকি লিগের খেলা। তবে এবার লিগ খেলতে ইচ্ছুক ক্লাবগুলো। যে কারণে তারা ক’মাস আগে বাহফের কাছে আর্থিক সহযোগিতা চেয়ে আবেদন করেছিল। ক্লাবগুলোকে আর্থিক সহযোগিতা করতে প্রস্তুত থাকলেও ফেডারেশনের এতো বড় তহবিল নেই। তাই বাহফের কর্তাদের হাঁটতে হয়েছে ভিন্ন পথে। বাহফের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ক্লাবগুলোকে সহযোগিতা করার লক্ষ্যে এবার শরণাপন্ন হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এ প্রসঙ্গে মোহাম্মদ ইউসুফ বলেন,‘আমাদের সভাপতি প্রিমিয়ার লিগ শুরু এবং ক্লাবগুলোকে আর্থিক সহযোগিতা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রী আমাদেরকে এক কোটি টাকা অনুদান দিয়েছেন। টাকা ছাড় পাওয়া এখন প্রক্রিয়াধীন রয়েছে। আশাকরছি সহসাই এই টাকা পেয়ে যাবো আমরা।’

বাহফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জানান, এই এক কোটি টাকা প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে বন্টন করে দেয়া হবে। তিনি বলেন,‘কোন ক্লাব কত টাকা পাবে তা পরে ঠিক করা হবে।’

জানা গেছে, রমজানের পরে ক্লাবগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনায় বসবে ফেডারেশন। এরপরই ঘোষণা করা হবে প্রিমিয়ার লিগের দলবদলের তারিখ। সর্বশেষ প্রিমিয়ার লিগ টার্ফে গড়িয়েছিল ২০১৮ সালে। তবে মোহামেডান ও মেরিনার ইয়াংসের মধ্যকার লিগের শেষ ম্যাচে গন্ডগোল হওয়ায় লিগের ওই আসর শেষ করা যায়নি। অবশ্য এর পাঁচ মাস পর মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল বাহফে। তখন মোহামেডান-মেরিনারের কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে সাজাও দেয়া হয়েছিল। এরপর থেকেই কয়েকটি ক্লাবের অনীহার কারণে লিগ অনিয়মিত হয়ে যায়। তবে আশার কথা প্রধানমন্ত্রীর অনুদান পেয়ে ফের প্রিমিয়ার লিগ আয়োজনে তোরজোর শুরু করেছে হকি ফেডারেশন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন