শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইসলামী জীবন

দৈনন্দিন জীবনে ইসলাম

প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

প্রঃ এক মসজিদে একাধিক আযান কিংবা শহরের বিভিন্ন মসজিদে এক সঙ্গে আযান হলে, কোনটির জওয়াব দিতে হবে?
উঃ যে আযান আগে শোনা যাবে তারই জওয়াব দিতে হবে।
প্রঃ আযান ও ইকামতের মধ্যে কি কি পার্থক্য?
উঃ আযান ও ইকামতের মধ্যে কয়েকটি বিষয়ে পার্থক্য আছে।
আযান দিতে হয় নামায শুরু হওয়ার বেশ কিছু সময় পূর্বে, যাতে মুসল্লিরা স্বাভাবিকভাবে ওযু-ইস্তেঞ্জা সেরে মসজিদে এসে জামাতে শামিল হতে পারে। আর ইকামত দেয়া হয় জামাত কায়েমের পূর্ব মুহূর্তে।
প্রঃ নামাজ সহীহ হওয়ার জন্য প্রধান শর্ত কি?
উঃ পাক-পবিত্র হওয়া।
প্রঃ পাক-পবিত্র হওয়ার কি কি উপায়?
উঃ ওযু করা, গোসল করা অথবা তায়াম্মুম করা।
প্রঃ ওযুর ফরজ কয়টি ও কি কি?
উঃ ওযুর মধ্যে চারটি ফরয। যথা ঃ
১. মুখম-ল অর্থাৎ কপালের ওপর থেকে থুতনির নিচ পর্যন্ত এবং এক কানের লতি হতে অন্য কানের লতি পর্যন্ত ভালোভাবে ধৌত করা। ২. উভয় হাত কনুইসহ ধোয়া। ৩. মাথার এক-চতুর্থাংশ মাসেহ করা। ৪. উভয় পা টাখনুসহ ধোয়া।
-মুফতী ওয়ালীয়ুর রহমান খান

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন