প্র:- যদি নামাযরত অবস্থায় কোন মহিলার বাচ্চা বুকের দুধপান করে ফেলে, তাহলে ঐ মহিলার নামায হবে কি?
উ:- যদি মহিলার স্তন থেকে দুধ বের হয়ে আসে তবে নামায ভেঙ্গে যাবে। অথবা বাচ্চা যদি তিন চুমুক দিয়ে ফেলে, এতে দুধ বের হোক বা না হোক, নামায ভেঙ্গে যাবে।
প্র:- নামাযের মধ্যে কারো বমি এসে গেলে নামাযের কি হবে?
উ:- অনিচ্ছা সত্ত্বেও কারো মুখ ভরে বমি এলে ওযু ভেঙ্গে যাবে, নামাযের কিছু হবে না; আবার ওযু করে নামাযে ফিরে আসা যাবে। আর মুখ ভরে বমি না এলে ওযু নামায কিছুই ভাঙ্গবে না। আর যদি মুখ ভরে বমি আসার পর ফেলে দেয়ার সুযোগ থাকা সত্ত্বেও গিলে ফেলা হয়; তাহলে ওযু নামায উভয়ই ভেঙ্গে যাবে। (আলমগীরী)
প্র:- নামাযের মধ্যে শরীর চুলকানোতে ক্ষতি হবে কি?
উ:- এক রোকন বা অবস্থায় থেকে তিনবার শরীর চুলকালে, এবং বার বার হাত উঠালে নামায ফাসিদ হয়ে যাবে। তবে বিনা কারণে একবার চুলকালেও নামায মাকরূহ হবে। (আলমগীরী)
প্র:- নামাযের সামনে দিয়ে কেউ চলে গেলে নামাযের কোন ক্ষতি হয় কি?
উ:- না, নামাযের কোন ক্ষতি হয় না। তবে সামনে দিয়ে অতিক্রমকারীর মারাত্মক গোনাহ হয়।
-মুফতী ওয়ালীয়ুর রহমান খান
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন