প্র:- কি কি কারণে নামায ভেঙ্গে যায়?
কাজের মধ্যে:
ক. আমলে কাছীর অর্থাৎ এমন কোন কাজ করতে থাকা যা নামাযে শোভা পায় না বা অন্য কেউ দেখলে তাকে নামাযরত বলে মনে করতে পারে না। যেমনÑদাড়ি খিলাল করতে থাকা, জামা সোজা করার জন্যে বার বার হাত নাড়া।
খ. সচেতন বা অবচেতন ভাবে কিছু খাওয়া বা পান করা।
গ. বিনা কারণে কিবলার দিক হতে বক্ষ ফিরিয়ে নেয়া।
ঘ. বিনা কারণে দুই কাতার পরিমাণ জায়গা সরে দাঁড়ানো।
ঙ. ইমামের সামনে চলে যাওয়া।
চ. নামাযের মধ্যে কোন কিছু লিখা।
ছ. বিপদ কিংবা যন্ত্রণায় কান্নাকাটি করা।
জ. সশব্দে হাসা।
ঝ. নামাযের মধ্যে বাইরের লোকের নির্দেশ মানা।
ঞ. বিশেষ প্রয়োজনে ইমামতের জন্যে এমন লোককে খলীফাহ নিযুক্ত করা যার নামায পড়ানোর যোগ্যতা নেই।
ট. খলীফাহ নিযুক্ত না করে কোন কারণে ইমামের মসজিদের বাইরে যাওয়া।
ঠ. কোন কারণে ওযু ভেঙ্গে গেলে তৎক্ষণাত ওযুর জন্যে না গিয়ে নিজের স্থানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে।
ড. পকেটের মধ্যে কোন নাপাক বস্তু রাখা।
ঢ. ফজরের নামায আদায়কালে সূর্য উদিত হওয়া।
ণ. নামাযরত মহিলাকে স্বামী যদি চুম্বন করে।
-মুফতী ওয়ালীয়ুর রহমান খান
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন