শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চাঁদপুরে ২ শতাধিক অটোরিকশা জব্দ: চালকদের বিক্ষোভ

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২১, ৮:৪৮ পিএম

চাঁদপুরে লকডাউন অমান্য করে চলা দুই শতাধিক অটোবাইক ও সিএনজি অটোরিকশা জব্দ করেছে প্রশাসন। প্রতিবাদে বুধবার (৩০ জুন) শহরের স্টেডিয়াম রোডে সিএনজি ও বাটারিচালিত অটোরিকশা চালকরা বিক্ষোভ করেন। এ সময় তারা অন্যান্য যানবাহন চলাচলে বাধা দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার প্রায় এক ঘণ্টা পরে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় বিক্ষোভকারীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেয় পুলিশ।

চাঁদপুরের ট্রাফিক পরিদর্শক আজাদ হোসেন বলেন, ‘লকডাউন অমান্য করে গত তিন দিনে রাস্তায় যাত্রী পরিবহনের দায়ে ৯৮টি সিএনজি ও ১৫৬টি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। আপাতত সেগুলো চাঁদপুর স্টেডিয়ামে রাখা হয়েছে। সেগুলো কীভাবে কখন ছাড়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত দেবেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।’

এদিকে অটোরিকশা চালকরা বলছেন, করোনায় যানবাহন চলাচল নিষিদ্ধ করা হলেও প্রশাসনের পক্ষ থেকে তাদের কোনও ধরনের সহায়তা করা হচ্ছে না। এতে তারা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। বাধ্য হয়ে তারা অটোরিকশা নিয়ে রাস্তায় বের হয়েছিলেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, ‘সড়কে চালকরা কিছু সময়ের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সরিয়ে দেয়। নিষেধাজ্ঞা অমান্য করে কোনও যানবাহন সড়কে নামলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন বলেন, ‘সরকারি সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করছি। এর আগে সরকারি প্রণোদনা দেওয়া হয়েছিল। এবারও হয়তো সরকার সিদ্ধান্ত নেবে। তবে এখনও আমাদের কাছে সেই ধরনের কোনও নির্দেশনা আসেনি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন