শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মমেক করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু

মোঃ শামসুল আলম খান | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২১, ৬:২৩ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল(মমেক) করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই ১৬ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর মধ্যে করোনায় ৩ জন এবং করোনার উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৯ জন ময়মনসিংহ জেলার বাসিন্দা। বাকি ৭ জন অন্যান্য জেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, বর্তমানে করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৮৩ জনসহ ৪৫৩ জন রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে আইসিউতে ২০ জন চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৩ জন।

তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা গেছেন ময়মনসিংহের মুক্তাগাছার আবদুল হামিদ (৬০), নেত্রকোনা সদরের এমদাদুল হক (৮৫) ও শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আমিরউদ্দিন (৯০)। এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যান ময়মনসিংহ সদরের নজরুল ইসলাম (৬২), গোলাপ আলী (৫৫), দুলু মিয়া (৩০), সাবু খাতুন (৮৫), হোসনে আরা (২৫), গফরগাঁও উপজেলার সুরাইয়া খাতুন (৬৫), হালুয়াঘাটের খোকন মিয়া (৫৫), ত্রিশালের পারভিন আক্তার (৪৫), শেরপুর সদরের সাজেদা বেগম (৫৫), মনোয়ারা বেগম (৬৫), টাঙ্গাইল সদরের পরিমল চন্দ্র (৫২), ধনবাড়ির সৌরভ (১৩) ও নেত্রকোনার সুজিত চন্দ্র দাস (৬০)।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬০টি নমুনা পরীক্ষায় আরও ৪৫৮ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৫৯ শতাংশ। আজ পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ১৪ হাজার ৮৫। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৭০৫ জন। করোনা আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেছেন ১৪৩ জন। বর্তমানে ৩ হাজার ২৩৭ জন আইসোলেশনে আছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন