ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল(মমেক) এর ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৬ জন এবং করোনার উপসর্গ নিয়ে অপর ১৫ জনের মৃত্যু হয়েছে।
৫ আগষ্ট বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা.মহিউদ্দিন খান মুন।তিনি জানান- গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই ২১ জনের মৃত্যু হয়েছে মমেক হাসপাতালের করোনা ইউনিটে।
যারা মারা গেছেন তাদের মধ্যে ১৪ জন ময়মনসিংহ জেলার বাসিন্দা অপরাপর ৭ জন অন্যান্য জেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
ডা.মহিউদ্দিন খান মুন জানান-করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ সদরের রহিমা (৬৫), তারাকান্দা উপজেলার ইলিয়াস আলী (৭০), ত্রিশালের আবদুল কুদ্দুস (৭০), জামালপুর সদরের আসমা (৭০), টাঙ্গাইল সদরের আবদুস সাত্তার (৪০) ও কিশোরগঞ্জ সদরের হাজী মহিউদ্দিন (৬৮)।
এ ছাড়া ওই একই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহ সদরের বাজেদ আলী (৭৫), রহিমা খাতুন (৪০), সকুরজান (৬০), ফজিলা খাতুন (৬০), আনোয়ারা বেগম (৬৫), নজরুল ইসলাম (৭০), নান্দাইলের আমেনা (৬০), ঈশ্বরগঞ্জের রোকন উদ্দিন (৪০), গফরগাঁওয়ের রেহেনা খাতুন (৭৫), ভালুকার জালাল মিয়া (৬০), গৌরীপুরের মো. আরিফ (১৬), জামালপুর সদরের হযরত আলী (৭০), দেওয়ানগঞ্জের হেলেনা (৫০) ও নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নয়ন মিয়া (৪০)।
এ দিকে জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছেময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৬৩টি নমুনা পরীক্ষার বিপরীতে আরও ৩১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ২০ দশমিক ২১ শতাংশ। এখন পর্যন্ত জেলায় মোট করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা ১৬ হাজার ৬৯১। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৩৩০ জন। করোনায় আক্রান্ত হয়ে জেলায় এখন পর্যন্ত মারা গেছেন ১৮১ জন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন