বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এবার বিচারকের আসনে বসে প্রতিযোগীদের গান শুনবো-পড়শী

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

আরটিভিতে শুরু হচ্ছে তরুণদের জন্য সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’। ‘গলা ছেড়ে গাও’ স্লোগানে এই রিয়েলিটি শোতে বিচারক হিসেবে দেখা যাবে সঙ্গীতশিল্পী পড়শীকে। প্রথমবারের মতো কোনো রিয়েলিটি শোর বিচারকের আসনে বসতে যাচ্ছেন তিনি। পড়শী নিজেও একটি রিয়েলিটি শোর মাধ্যমে সঙ্গীত জগতে আসেন। এবার নিজেই বিচারক হয়ে সঙ্গীত প্রতিভা খুঁজে বের করবেন। পড়শী বলেন, আমি নিজেই একটি রিয়েলিটি শো থেকে উঠে এসেছি। আমি তখন মঞ্চে থেকে গান গেয়েছি। এবার বিচারকের আসনে বসে প্রতিযোগীদের গান শুনবো। একজন প্রতিযোগী যখন স্টেজে গান করতে আসেন তখন তার গানের সাথে স্বপ্ন, ভয়সহ অনেককিছু মাথায় কাজ করে। সেই অভিজ্ঞতা আমিও পার করে এসেছি। তাই আমি চেষ্টা করবো, আমার অভিজ্ঞতা দিয়ে প্রতিযোগীদের তুলে আনার। আমাকে একদিন কুমার বিশ্বজিৎ স্যার বলেছিলেন, তুইও একদিন বিচারক হবি। এখন স্যারের কথা সত্যি হতে যাচ্ছে। এতে আমি অনেক আনন্দিত। আশা করি, আমার সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে ভালো কিছু শিল্পী তুলে আনতে পারবো। উল্লেখ্য, এই রিয়েলিটি শো’র রেজিস্ট্রেশন শুরু হবে আগামী আজ থেকে। প্রতিযোগীদের বয়সসীমা হতে হবে ১২ থেকে ২২ বছরের মধ্যে। রেজিস্ট্রেশনের জন্য যেকোনো একটি বাংলা গান খালি গলায় অথবা যেকোনো একটি বাদ্যযন্ত্রের মাধ্যমে গান গেয়ে মোবাইলে ভিডিও ধারণ করে আরটিভি প্লাস অ্যাপ ইন্সস্টল করে ‘রেজিস্ট্রেশন নাও’ বাটনে ক্লিক করে যথাযথ তথ্য পূরণের মাধ্যমে ভিডিওটি পাঠিয়ে দিতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন