বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

দ্বিতীয়বারের মত শুরু হয়েছে ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২১’ এর কার্যক্রম। আইসিটি ডিভিশনের পৃষ্ঠপোষকতা ও নিবেদনে এবারের অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ‘স্ন্যাককিপার’। গত বছর প্রথমবারের মত ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে কেন্দ্র করে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি শুরু করে চ্যানেল আই। প্রথম আয়োজনে অনলাইন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যাপক সারা ফেলে অনুষ্ঠানটি। জুরি বোর্ডের বিচারে ও দর্শকদের অনলাইন ভোটের মাধ্যমে প্রথম আসরে মোট ২৩টি ক্যাটাগরিতে প্রদান করা হয় এ অ্যাওয়ার্ড। এবারও চ্যানেল আই চত্বরে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি পুরো অনুষ্ঠানজুড়ে থাকবে নানা ধরণের বিনোদনমূলক পরিবেশনা। এ উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ে গত ৪ অক্টোবর দুপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি, আইসিটি ডিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, স্ন্যাককিপারের ব্যবস্থপনা পরিচালক সোহেল সাত্তার। এছাড়া ভিজুয়্যালি অংশ নেন ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীদ আক্তার রেনী। সংবাদ সম্মেলনে অনুষ্ঠানটি সম্পর্কে শাইখ সিরাজ বিস্তারিত জানান। তিনি বলেন, ২০২১ এর ১ জানুয়ারি থেকে ২০২১ এর ৩১ ডিসেম্বর পর্যন্ত ডিজিট্যাল প্ল্যাটফর্মে সম্প্রচারিত নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র, সঙ্গীতসহ অন্যান্য ক্যাটাগরি থেকে অ্যাওয়ার্ডের ক্যাটাগরিগুলো নির্বাচিত করা হবে। যা ২০২২ সালের মার্চের কোনো এক সময়ে অ্যাওয়ার্ডটি প্রদান করা হবে। সংবাদ সম্মেলনে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশের উন্নয়নে আইসিটি ডিভিশন সূচনা থেকেই অগ্রগামী ভূমিকা পালন করে যাচ্ছে। তারুণ্য নির্ভর এই অনুষ্ঠানে আইসিটি ডিভিশনের সম্পৃক্ততা নিঃসন্দেহে তরুণদের বিশেষভাবে অনুপ্রাণিত করবে। সেই সাথে অনুষ্ঠানটিকে নিয়ে যাবে অনন্য এক উচ্চতায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন