শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় হেডম্যান সম্মেলন অনুষ্ঠিত

বান্দরবান থেকে মো. সাদত উল্লাহ | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২১, ৯:৩৫ পিএম

বান্দরবানে হেডম্যান সম্মেলন উদ্বোধন করছেন বান্দরবানের সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক পিএসসি, ও বান্দরবানের বোমাং রাজা উচ প্রু চৌধুরী।


হেডম্যান সম্মেলন পার্বত্য এলাকার পাহাড়ি বাংগালীদের সাথে সেনাবাহিনীর বন্ধন বৃদ্ধি করবে। অনেকেই মনে করত, সেনবাহিনীর সাথে উপজাতিদের মধ্যে দূরত্ব ছিল। অথচ পার্বত্য এলাকায় সন্ত্রাসী ছাড়া সাধারণ পাহাড়ি দের পাশে সবচেয়ে বেশী সাহায্যের হাত বাড়িয়েছে সেনাবাহিনী। আজকের ঐতিহাসিক এ অনুষ্ঠান নিরাপত্তা বাহিনীর সাথে আমাদের মাঝে আরো সেতুবন্ধন তৈরী হবে। সম্মেলনে আসা হেডম্যান কারবারি গন এসব মন্তব্য করেন এবং সেনাবাহিনী কে সব সময় সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পাহাড়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও শান্তি সম্প্রীতি বজায় রাখতে হেডম্যান কারবারীদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন বান্দরবানের সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক পিএসসি। আজ সকালে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হেডম্যান সম্মেলনে রিজিয়ন কমান্ডার এই আহ্বান জানান। এ সম্মেলনে বান্দরবানের বোমাং সার্কেলের শতাধিক হেডম‍্যান উপস্থিত ছিলেন।

জানা যায়, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এসওপি,এনডিইউ,পিএসসি ও চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ সাইফুল আবেদীন বিএসপি, এসজিপি, এনডিসি, পিএসসির নির্দেশে পার্বত্য এলাকায় পাহাড়ী বাংগালী সহ সকলের সাথে সেনাবাহিনীর মধ্যে আরো সৌহার্দ্য পরিবেশ সৃষ্টির লক্ষে এ হেডম্যান সম্মেলন মাইলফলক হয়ে থাকবে।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে বান্দরবানের বোমাং রাজা উচ প্রু চৌধুরী, বান্দরবান সেনাবাহিনী সদর জোনের অধিনায়ক লেঃ কর্নেল আখতার উস সামাদ রা‌ফি, বলী পাড়া বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: ক‌র্ণেল খন্দকার মো: শরীফ উল আলম, নাইক্ষ‌্যংছ‌ড়ি বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: ক‌র্ণেল শাহ আবদুল আজীজ আহ‌মেদ, আলীকদম সেনা জোনের অধিনায়ক লে: ক‌র্ণেল মোঃ মনজুরুল হাসান, রুমা সেনা জোনের অধিনায়ক লে: ক‌র্ণেল হাসান শাহ‌রিয়ার ইকবাল, আলীকদম বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল ইফতেখার হোসেন, বিজিবি রুমা জোনের অধিনায়ক মোস্তফা আসাদ ইকবাল, ব্রিগেড মেজর ছরোয়ার, জি টু মেজর এরশাদ উল্লাহ সহ সেনা বাহিনীর কর্মকর্তা ও সাংবাদিক গন উপস্থিত ছিলেন।

সম্মেলনে মৌজা প্রধান হেডম‌্যানরা তা‌দের এলাকার ভূ‌মি সমস‌্যা, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য যোগাযোগ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয় সেনাবাহিনীর সহায়তা কামনা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন