রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পুকুরে শত্রুতার বিষে উদ্যোক্তার সর্বনাশ

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২১, ১২:০৪ এএম

 বগুড়ার শিবগঞ্জ উপজেলা পল্লীর মাছ চাষি ইসরাফিল ইসলামের চোখে-মুখে এখন একরাশ হতাশা। গ্যাস বড়ি নামে পরিচিত মাছ মারার বিষ দিয়ে রায়নগর ইউনিয়ন ঘাগুরদুয়ার গ্রামের এই মৎস্যচাষির পুকুরে গত বুধবার রাতে প্রায় ৬ থেকে ৭ লক্ষাধিক টাকার মাছ মেরে সর্বনাশ করেছে দুর্বৃত্তরা।
হতাশায় ভেঙে পড়া এই মাছ চাষি ইসরাফিল ইসলাম বলেন, প্রায় দুই বিঘা আয়তনের পুকুরটি লিজ নিয়ে বাণিজ্যিকভাবে মাছের চাষ করেছিলাম।

বিভিন্ন জাতের পোনা মাছ , খাবারসহ এ পর্যন্ত প্রায় ৬ লক্ষ থেকে ৭ লক্ষাধিক টাকা খরচ হয়েছে। আশা ছিল আর কিছুদিন পরে মাছ বিক্রি করে ১০ লক্ষাধিক টাকা রিটার্ন আসবে। কিন্ত কে বা কারা গ্যাস বড়ি দিয়ে পুকুরের সব মাছ মেরে তার স্বপ্নটাই শেষ করে দিল। এবিষয়ে শিবগঞ্জ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, গ্যাস বড়ি দিয়ে মাছ নিধনের ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি। এ বিষয়ে আইন-শৃংখলা কমিটির সভায় কঠোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। অভিযোগ পেলে অপরাধেীদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন