শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

হরিপুরে স্বামীর কাস্তির কোপে প্রাণ গেল স্ত্রীর, স্বামী আটক

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২১, ৯:৩৩ পিএম

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধান কাটা কাস্তি দিয়ে স্বামী কোপ মেরে স্ত্রীর হাতের রগ কেটে ফেলে। ফলে একপর্যায়ে রক্তশূন্য হয়ে মারা যায় তার স্ত্রী। এমন ঘটনা ঘটেছে বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়ার কামাত গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডাঙ্গীপাড়া কামাত গ্রামের স্বামী হাসান আলী ও তার স্ত্রী কফুরা বেগমের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এক পর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে স্ত্রীকে ধান কাটা কাস্তি দিয়ে কোপ মারলে হাতের রগকেটে যায়। পরে কফুরাকে রক্তাক্ত জখম অবস্থায় হরিপুর হাসপাতালে ভর্তি করে স্বজনরা। কর্তব্যরত ডাক্তার তার উন্নতি চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে রেফার্ড করে। পথিমধ্যে কফুরার মৃত্যু হয়।

এ প্রসঙ্গে হরিপুর থানা পরিদর্শক (ওসি) তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেই সাথে ঘটনার সাথে জড়িত হাসান আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় পিতার বিরুদ্ধে ছেলে বাদী হয়ে হরিপুর থানায় হত্যা মামলা দায়ের করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন