রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এই ওয়েস্ট ইন্ডিজকে দেখে বাকরুদ্ধ লারা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। সংক্ষিপ্ততম ফরম্যাটের বিশ্ব আসরে সবচেয়ে সফল দলও তারা। তবে সেই ওয়েস্ট ইন্ডিজই সপ্তম আসর শুরু করেছে বাজেভাবে। আগের আসরের ফাইনালেই ইংল্যান্ডকে কাঁদিয়ে শিরোপা জিতেছিল ক্যারিবীয়রা। দলটি সপ্তম আসরে নিজেদের প্রথম ম্যাচেও মুখোমুখি হয়েছিল ইংলিশদের। তবে গতপরশুর এই ম্যাচে ব্যাটিং অর্ডারের ভয়ানক ব্যর্থতা দিয়েছে হারের স্বাদ। এই হার যেন হজমই করতে পারছেন না ব্রায়ান লারা।

উত্তরসূরিদের এমন আত্মসমর্পণে যেন বাকরুদ্ধ হয়ে পড়েছেন ক্যারিবিয়ান এই কিংবদন্তি। ‘হতাশাজনক’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ এই পারফরম্যান্সের পর নিজের অনুভূতি কীভাবে প্রকাশ করবেন, তা ভাবতেই গলদঘর্ম হচ্ছেন, ‘এটা খুব হতাশাজনক, দায়িত্বজ্ঞানহীন পারফরম্যান্স। আমি কীভাবে অনুভূতি প্রকাশ করব, ভাষা খুঁজে পাচ্ছি না। একজন ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবে আমি খুবই হতাশ।’
দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় মাত্র ৫৫ রানে। ক্রিস গেইল (১৩ বলে ১৩ রান) ছাড়া দলের পক্ষে আর কেউই দুই অঙ্কের রানের দেখা পাননি। বোলার-ফিল্ডাররা আপ্রাণ চেষ্টায় ৪ উইকেটের পতন ঘটালেও পরাজয় এড়াতে পারেননি।

আর তাতে মূল দায় ব্যাটারদেরই। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ব্যাটিংয়ের এমন হতশ্রী দশা যে মেনে নেওয়ার মত নয়, তা মেনে নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক কাইরন পোলার্ডও। ম্যাচ শেষে পোলার্ড বলেন, ‘এটা মেনে নেওয়ার মত নয়, তা স্বীকার করছি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন