রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ঢাকা ছাড়লেন ৭ ক্রিকেটার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জুন, ২০২২, ১২:০৪ এএম

ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ টেস্ট দলের ৭ ক্রিকেটার ঢাকা ছেড়েছেন। গতকাল রাত পৌনে ৮টায় ৬ জন একসঙ্গে রওয়ানা হলেও সদ্য সাবেক অধিনায়ক মুমিনুল হক রাত সোয়া ১০টায় বিমানে চড়েন। কাতার এয়ালাইন্সের ফ্লাইটে চেপে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশে রওয়ানা করা ছয়জন হলেন- মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, মোসাদ্দেক হোসেন সৈকত, এবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ। তবে এই বিমানে টিকিট না পাওয়ায় এমিরেটসের ফ্লাইটে উড়াল দেন মুমিনুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘অতিরিক্ত’ খরচ না করার পরিকল্পনায় ওয়েস্ট ইন্ডিজ যাওয়া হচ্ছে না শহিদুল ইসলামের পরিবর্তে দলে জায়গা পাওয়া পেসার হাসান মাহমুদের। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু দলের সঙ্গী হওয়ার কথা থাকলেও তার নামটাও বাদ পড়েছে এই সফর থেকে। করোনাভাইরাসের পর প্রতিটি বিদেশ সফরে দলের সঙ্গে একজন মেডিক্যাল অফিসার যেতেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরে  তেমন কাউকেই রাখেনি না বিসিবি।উইন্ডিজ সফরের জন্য টেস্টে ১৬, ওয়ানডেতে ১৭ আর টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য ১৫ সদস্যের দল দিয়েছেন নির্বাচকরা। এই সফরের জন্য শুরুতে কথা ছিল ৩ থেকে ৬ জুনের মধ্যে তিন ধাপে দেশ ছাড়বেন ক্রিকেটাররা। তবে সিদ্ধান্ত বদলিয়েছে বিসিবি। কাল সাতজন গেলেও পরের ধাপে কয়েকজন যাবেন ৬ জুন। সর্বশেষ ওয়ানডে দলের সদস্যরা যাবেন ২২ জুন। এর মাঝে দেশের বাইরে ছুটিতে থাকা কয়েকজন ক্রিকেটার সরাসরি যোগ দেবেন দলের সঙ্গে।
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ জুন শুরু হবে বাংলাদেশ দলের প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৪ জুন। টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজ। ২ ও ৩ জুলাই প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে ডোমিনিকায়। ৭ জুলাই গানায়ায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি। এরপর তিনটি ওয়ানডে ম্যাচ হবে গায়ানাতেই। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন