জেলা প্রশাসনের এলএ (ভূমি অধিগ্রহণ) শাখা থেকে জালিয়াতি করে দুই কোটি ৮৬ লাখ টাকা ক্ষতিপূরণের চেক উত্তোলনের অপচেষ্টায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার সার্ভেয়ার খাজা উদ্দিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দীনের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মুমিনুল হাসান তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন। সার্ভেয়ার খাজা উদ্দিনকে মঙ্গলবার রাতে নগরীর হকার মার্কেট থেকে গ্রেফতার করা হয়। গত সোমবার ক্ষতিপূরণের চেক উত্তোলনের অপচেষ্টায় জড়িত একটি চক্রের তিন সদস্যকে কক্সবাজারসহ বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। তারা হলেন- উখিয়ার বাসিন্দা জোহুরা, তার বাবা উসমাণ গণি ও বাঁশখালীর এসি ল্যান্ডের চেইনম্যান নেজামুল করিম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন