রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১, ১১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

খেলাধুলা

বাংলাদেশেও আমাদের অনেক সমর্থক আছে : বাবর আজম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২১, ৭:৫৭ পিএম

বাংলাদেশে সফরকারী পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম বলেছেন, পাকিস্তান দলের সমর্থক বাংলাদেশেও অনেক আছে। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তান দলের অধিনায়ক এ মন্তব্য করেন । আগামীকাল শুক্রবার মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।

প্রথম ম্যাচে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে বাবর বলেন, ‘যখনই আমরা অনুশীলন করতে গিয়েছি পুরো পথে লোক দাঁড়িয়ে থেকেছে, আমাদের চিয়ার আপ করেছে, হাত নাড়িয়েছে। আমার তাই মনে হয়, বাংলাদেশের পাশাপাশি আমাদেরও অনেক সমর্থক আছে এখানে। অনুশীলনের সময়ও সেখানে লোকে আমাদের দেখেছে, চিয়ার আপ করেছে। দেড় বছরের বেশি সময় পর বাংলাদেশে আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেট মাঠে ফিরছে দর্শক। মাহমুদুল্লাহদের প্রতি অকুণ্ঠ সমর্থনই থাকার কথা শের-ই-বাংলা স্টেডিয়ামে। তবে গ্যালারির গর্জনে শুধু বাংলাদেশের নয়, পাকিস্তানের নামে আওয়াজ উঠবে বলেও আশা বাবর আজমের।

বাবর বললেন, কোভিডের পর এখানে প্রথমবার দর্শক প্রবেশের অনুমতি মিলেছে। এটা দারুণ ব্যাপার। ক্রিকেটার হিসেবে, দল হিসেবে আমরা উপভোগ করব এবং বাংলাদেশে আমরা যখনই এসেছি, দর্শক সবসময় আমাদের চিয়ার আপ করেছে। শুধু নিজেদের দলই নয়, পাকিস্তান দলকেও ওরা সমর্থন করেছে বেশ। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ৬ বছর পর বাংলাদেশে এসেছে পাকিস্তান। শুক্রবার থেকে শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দীর্ঘদিন পর বাংলাদেশে এসে অভিভূত বাবর আজমরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
মোহাম্মদ দলিলুর রহমান ১৮ নভেম্বর, ২০২১, ৯:৪৭ পিএম says : 0
দেশ এবং জাতি নয়,যে ভালো খেলতে পারে এবং খেলবেন,তাকেই সবাই আদর করেন,
Total Reply(0)
ABU ABDULLAH ১৮ নভেম্বর, ২০২১, ১০:০২ পিএম says : 0
পাকিস্তান সাপোর্টার হিন্দুস্থানে ও আছে
Total Reply(0)
md.nuralam munna ১৯ নভেম্বর, ২০২১, ৭:০৭ এএম says : 0
আমিও একজন পাকিস্তানের সমর্থক আমি বাংলাদেশ ও পাকিস্তানের সমর্থক
Total Reply(0)
Liton Mahmud ৬ জানুয়ারি, ২০২২, ৬:২১ পিএম says : 0
পাকিস্তান দলকে আমিও সমর্থন করি।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন