শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

দেশের মাটিতে হোয়াইটওয়াশ হওয়া নিয়ে যা বলছেন নেটিজেনরা

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২১, ৫:৩৭ পিএম

সম্প্রতি শেষ হওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে খারাপ পারফরমেন্স করার পর এবার দেশের মাটিতে পাকিস্তান দলের বিরুদ্ধে সিরিজ হারলো বাংলাদেশ। শুধু তাই নয়, এই সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার ফলে দেশের মাটিতে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে প্রথমবার হোয়াইটওয়াশ হওয়ার লজ্জার নজির গড়লো মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা।

খেলার পর দেয়া এক টুইটবার্তায় পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি লিখেছেন, ‘তাদের (বাংলাদেশ দলের) দারুণ প্রতিভা ও খেলার প্রতি আবেগও আছে। কিন্তু তারা যদি উন্নতি করতে চায়, সত্যিকার ভাবেই তাদের আরও ভালো পিচ দরকার।’

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ প্রসঙ্গে রেদওয়ান আহমেদ ফেইসবুকে লিখেছেন, ‘খেলার ভিতর হারজিত থাকবেই, আজকের ম্যাচে বাংলাদেশের বেশ চ্যালেঞ্জিং ম্যাচ খেলেছে। টি-টোয়েন্টিতে ব্যাটিং পারফরম্যান্সে বেশ পিছিয়ে। আমাদের ব্যাটিং আরেকটু ভালো করা উচিৎ। প্রিয় বাংলাদেশ আমাদের ভালোবাসা। হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ। আমি আশা করি ভবিষ্যতে একটি চ্যালেঞ্জিং দল গঠন করতে পারবে বাংলাদেশ। আমরা এটাই বাংলাদেশের দলের কাছ থেকে প্রত্যাশা করি। ধন্যবাদ বাংলাদেশ টিম।

ম্যাচটি প্রসঙ্গে ইউসুফ ফারুক লিখেছেন, ‘শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানের কষ্টার্জিত জয়। বাংলাদেশ হোয়াইটওয়াশ! অভিনন্দন রিয়াদ! অভিনন্দন পাকিস্তান!’

ধারাবাহিক খারাপ পারফরমেন্সের সমালোচনা করে রবিউল ইসলাম লিখেছেন, ‘যেভাবে ধারাবাহিকভাবে হারছে মানে খারাপ খেলছে, তাতে আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভেঙ্গে নতুন বোর্ড গঠন করা উচিত।’

আক্ষেপ করে মালিকুল ইসলাম লিখেছেন, ‘মিরপুরের সম্মানটুকুও শেষ পর্যন্ত রক্ষা করতে পারলো না বাংলাদেশ দল।’

সাইদুর রহমানের পরামর্শ, ‘দলের খেলোয়ার ও বোর্ড সংশ্লিষ্টদের উচিত এক সাথে বসে নিজেদের সমস্যাগুলো খুঁজে বের করা। দ্রুত সেগুলোর সমাধান করে দেশের ক্রিকেটকে ভালো অবস্থানে নিয়ে যাওয়া।’

তানিয়া আহমেদ লিখেছেন, ‘দেশের মাটিতে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে প্রথমবার হোয়াইটওয়াশ হওয়ার লজ্জার নজির গড়লো মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দল। সবাই ভালো রেকর্ড গড়ে, আর তারা লজ্জার রেকর্ড গড়ছে।’

এদিকে সোশ্যাল মিডিয়ায় মাশরাফি বিন মুর্তজাকে ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়ার দাবি জানাচ্ছে অনেকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন